ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
বিশ্বে সর্বপ্রথম এআই চালিত ক্লিনিকের যাত্রা শুরু

সৌদি আরবে প্রথমবারের মতো চালু হয়েছে একটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ক্লিনিক, যেখানে রোগ নির্ণয় ও চিকিৎসার প্রাথমিক দায়িত্ব পালন করছে একজন রোবোটিক ‘ডাক্তার’— যার নাম ‘ড. হুয়া’। উন্নত প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে সৌদি আরবের আল-আহসা শহরে, চীনের টেনসেন্ট-সমর্থিত স্টার্টআপ ‘সিনি এআই’ এবং সৌদি ‘আলমুসা হেলথ গ্রুপ’-এর যৌথ প্রয়াসে।
প্রাথমিকভাবে পরীক্ষামূলক ভিত্তিতে এ বছরের এপ্রিল মাসে চালু হওয়া ক্লিনিকটি এক নতুন ধরনের চিকিৎসা পদ্ধতির সূচনা করেছে, যেখানে রোগীর উপসর্গ শুনে ও মেডিকেল ডেটা বিশ্লেষণ করে পরামর্শ দেয় এআই। সবকিছু যাচাই করে চূড়ান্ত অনুমোদন দেন একজন মানব চিকিৎসক, যিনি ক্লিনিকেই উপস্থিত থাকেন।
কিভাবে কাজ করছে ‘ড. হুয়া’?রোগীরা ক্লিনিকে এসে একটি ট্যাবলেটের মাধ্যমে ‘ড. হুয়া’র সঙ্গে যোগাযোগ করেন। সেখানে তারা নিজের উপসর্গ লিখে জমা দেন, এরপর এআই বিভিন্ন প্রশ্ন করে এবং প্রয়োজনীয় চিত্র ও ডেটা যেমন ইসিজি, এক্স-রে বিশ্লেষণ করে রোগ নির্ণয় করে। এরপর চিকিৎসা পরামর্শ দেয় এবং সেই পরামর্শ যাচাই করে নেন একজন মানব চিকিৎসক।
এখন কোন ধরনের চিকিৎসা দিচ্ছে ক্লিনিকটি?বর্তমানে এ ক্লিনিকটি মূলত শ্বাসতন্ত্রজনিত রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ। প্রায় ৩০টি সাধারণ রোগ যেমন হাঁপানি, গলা ব্যথা, সর্দি-কাশির মতো সমস্যার সেবা দিচ্ছে তারা। প্রতিষ্ঠানটির লক্ষ্য, শিগগিরই এই সক্ষমতা বাড়িয়ে অন্তত ৫০টি রোগ অন্তর্ভুক্ত করা, যার মধ্যে থাকবে চর্মরোগ ও পেটের রোগও।
কতটা নির্ভরযোগ্য এই প্রযুক্তি?‘সিনি এআই’-এর দাবি, ক্লিনিক চালুর আগেই পরিচালিত পরীক্ষায় সিস্টেমটির ভুলের হার ছিল মাত্র ০.৩ শতাংশের নিচে। প্রতিষ্ঠানটির সিইও ঝাং শাওডিয়ান জানান, এআই এখন আর শুধু সহায়ক নয়, বরং সরাসরি রোগ নির্ণয় ও পরামর্শদাতা হিসেবে কাজ করতে পারছে।
ভবিষ্যৎ পরিকল্পনা কী?বর্তমানে এই সেবাটি বিনামূল্যে দেওয়া হচ্ছে এবং মানব চিকিৎসক উপস্থিত আছেন। তবে অনুমোদন পেলে আগামী ১৮ মাসের মধ্যে এটি বাণিজ্যিকভাবে চালু হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
এদিকে ওপেনএআইও শুরু করেছে ‘হেলথবেঞ্চ’ নামে একটি প্ল্যাটফর্ম, যেখানে এআই প্রযুক্তিগুলো কতটা কার্যকরভাবে স্বাস্থ্যসেবা দিতে পারছে, তা যাচাই করা হচ্ছে। সবমিলিয়ে, চিকিৎসাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার যে ভবিষ্যতের চিকিৎসাব্যবস্থাকে আমূল বদলে দেবে, তারই ইঙ্গিত দিচ্ছে এই এআইচালিত ক্লিনিক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস
- অতর্কিত ঢাবি ও জবির ৪ শিক্ষার্থীকে ছুরিকাঘাত
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- আ’লীগকে ফিরিয়ে আনার অপচেষ্টায় বামপন্থীরা: ঢাবি শিবির