ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, কী হচ্ছে উত্তর কোরিয়ায়

উত্তর কোরিয়ায় ইন্টারনেট সংযোগে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক একটি পর্যবেক্ষণ সংস্থা। তবে এই ঘটনার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ এখনও স্পষ্ট নয়। সংস্থাটির দাবি এটি কোনো সাইবার হামলার ফল নয়; বরং অভ্যন্তরীণ কোনো সমস্যার কারণে এমনটি ঘটছে বলে ধারণা করা হচ্ছে।
গবেষক জুনাদ আলী বলেন, “উত্তর কোরিয়ার সমগ্র ইন্টারনেট অবকাঠামো বিশ্বব্যাপী ইন্টারনেট পর্যবেক্ষণকারী সিস্টেমে সাড়া দিচ্ছে না যা একটি বড় মাত্রার সংযোগ সমস্যার ইঙ্গিত দেয়। এটি চীন বা রাশিয়ার মধ্য দিয়ে আসা সব রুটকে প্রভাবিত করছে।” তিনি আরও বলেন, “ঘটনাটি ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনাজনিত তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে হামলা নয় বরং অভ্যন্তরীণ কোনো কারণেই এই বিপর্যয় ঘটেছে বলে মনে হচ্ছে।”
পিয়ংইয়ংয়ের কিছু সরকারি ওয়েবসাইট—যেমন পররাষ্ট্র মন্ত্রণালয় ও কোরিয়া সেন্ট্রাল নিউজ এজেন্সির (KCNA)—প্রতিদিন আন্তর্জাতিকভাবে অ্যাক্সেসযোগ্য থাকে। তবে শনিবার (৭ জুন) সকালে আল জাজিরা এই সাইটগুলোতে প্রবেশের চেষ্টা করলে দেখা যায় সবগুলোই বন্ধ।
উত্তর কোরিয়ার প্রায় সব আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ চীনের সার্ভারের ওপর নির্ভরশীল। দেশটির মাত্র এক শতাংশেরও কম নাগরিক সরাসরি বৈশ্বিক ইন্টারনেট ব্যবহার করতে পারেন বলে ধারণা করা হয়।
উত্তর কোরিয়ার সাধারণ জনগণের জন্য একটি আলাদা ও নিয়ন্ত্রিত ইন্টারনেট ব্যবস্থা রয়েছে যার নাম ‘কোয়াংমিয়ং’। এটি বহির্বিশ্বের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না এবং সরকার কঠোরভাবে এর উপর নজরদারি চালায়।
উল্লেখ্য, অতীতে উত্তর কোরিয়া একাধিকবার সাইবার হামলার শিকার হয়েছে। ২০২২ সালের জানুয়ারিতে মার্কিন হ্যাকার আলেজান্দ্রো কাসেরেস একটি ডিডিওএস (DDoS) হামলা চালিয়ে উত্তর কোরিয়ার সব পাবলিক ওয়েবসাইট এক সপ্তাহেরও বেশি সময় অচল করে রাখেন।
এদিকে দেশটি নিজেও সাইবার হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বারবার আন্তর্জাতিক পর্যায়ে অভিযুক্ত হয়েছে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের মতে কিম জং উনের নেতৃত্বাধীন সরকার বিশ্বব্যাপী সাইবার অপরাধ চালানোর জন্য একাধিক হ্যাকার বাহিনী পরিচালনা করছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ব্লকচেইন বিশ্লেষণা প্রতিষ্ঠান চেইনালাইসিস-এর এক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে উত্তর কোরিয়ার হ্যাকাররা ৪৭টি সাইবার হামলার মাধ্যমে ১.৩৪ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে—যা নতুন একটি রেকর্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির বড় পদক্ষেপ, আসছে নতুন নিয়ম
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে