ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট, ঈদযাত্রায় ভোগান্তি

ঈদযাত্রার শেষ দিনেও দুর্ভোগ নিয়ে উত্তরবঙ্গমুখো ঘরমুখো মানুষ বাড়ি ফিরছে। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে সৃষ্টি হয়েছে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট। এতে চরম দুর্ভোগে পড়েছে সব বয়সের যাত্রী বিশেষ করে নারী ও শিশুরা। শত কষ্ট উপেক্ষা করেও মানুষ খোলা ট্রাক, পিকআপ বা বাসের ছাদে করেই বাড়ির পথে ছুটছে।
শুক্রবার (৬ জুন) দুপুর দেড়টার দিকে দেখা যায়, যমুনা সেতু থেকে শুরু করে করটিয়া করাতিপাড়া বাইপাস পর্যন্ত দীর্ঘ এই যানজট অব্যাহত রয়েছে। বুধবার (৪ জুন) ভোর থেকে শুরু হওয়া এ যানজট শুক্রবার দুপুর পর্যন্ত চলমান রয়েছে। অতিরিক্ত গাড়ির চাপ, বিভিন্ন স্থানে যানবাহন বিকল হওয়া এবং যমুনা সেতুর সীমিত ধারণক্ষমতা এই দুর্ভোগের মূল কারণ।
এলেঙ্গা বাসস্ট্যান্ড, রাবনা বাইপাস, আশেকপুর বাইপাস এলাকায় ঘুরে দেখা যায় মহাসড়কে উপচে পড়া মানুষের ঢল। ট্রাক, পিকআপ, লোকাল বাস এমনকি লেগুনাতেও যাত্রী বহন করা হচ্ছে। গণপরিবহনের সংকট এবং অতিরিক্ত ভাড়ার কারণে অনেক যাত্রী বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে খোলা যানবাহনে যাত্রা করছেন।
চালক ও যাত্রীদের ভাষ্যমতে, সাধারণত দুই ঘণ্টার পথ পাড়ি দিতে এখন সময় লাগছে ছয় থেকে আট ঘণ্টা। ফিটনেসবিহীন গাড়ি বিকল হওয়া, দুর্ঘটনা এবং সেতুর ওপর যানবাহন আটকে যাওয়ার কারণে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। ঢাকাগামী যানবাহনগুলোকে ভূঞাপুর হয়ে ঘুরিয়ে পাঠানো হচ্ছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরীফ জানান, মহাসড়কে একাধিক বাস বিকল হওয়ায় যানজট বেড়েছে। সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “যানজট নিরসনে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। খুব শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১২ কোম্পানি
- শেয়ারবাজারের উত্থান কি টেকসই হবে? বিশ্লেষকরা যা বলছেন
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ২২ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- পাঁচ কোম্পানির শেয়ারে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- যুক্তরাষ্ট্রের ওষুধ বাজার থেকে বাদ পড়তে পারে বাংলাদেশ
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৮ প্রতিষ্ঠান