ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

কার্গো বিমান অবতরণের পরপরই বোমা হামলা

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুন ০৪ ২৩:১৪:১৫
কার্গো বিমান অবতরণের পরপরই বোমা হামলা

সুদানের দারফুর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) নিয়ন্ত্রিত নিয়ালা বিমানবন্দরে একটি কার্গো বিমান অবতরণের পরই বোমা হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৪ জুন) এএফপির এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

দক্ষিণ দারফুরের রাজধানী নিয়ালার এ বিমানবন্দর গত কয়েক সপ্তাহ ধরে সেনাবাহিনীর বিমান হামলার লক্ষ্য হয়ে উঠেছে। সেনাবাহিনী ও RSF-এর মধ্যে ২০২৩ সালের এপ্রিল থেকে চলা সংঘর্ষের অংশ হিসেবে এ হামলাকে নতুন ধাপ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এএফপি জানায়, সকাল ৫টা ৩০ মিনিটে বিমানটি অবতরণ করে। আধাঘণ্টা পর বিস্ফোরণের শব্দ ও ধোঁয়া দেখা যায়।

এর আগেও গত মাসে একই ধরনের হামলা হয়েছিল বলে জানা গেছে, যেখানে RSF-এর ঘাঁটিতে সরবরাহে নিয়োজিত একটি কার্গো বিমান লক্ষ্যে পরিণত হয়।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (HRW) এবং ডক্টরস উইদাউট বর্ডারস জানায়, ফেব্রুয়ারিতে সেনাবাহিনীর বিমান হামলায় নিয়ালার আবাসিক এলাকায় নির্বিচারে বোমা বর্ষণে বহু মানুষ নিহত হয়। ৩ ফেব্রুয়ারির এক হামলায় ৩২ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে।

চলমান গৃহযুদ্ধে এখন পর্যন্ত হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন ১.৩ কোটি মানুষ, আর সৃষ্টি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্ষুধা ও বাস্তুচ্যুতির সংকট।

এ সংঘাতে সেনাবাহিনী বর্তমানে দেশের মধ্য, উত্তর ও পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণে থাকলেও RSF নিয়ন্ত্রণ করছে প্রায় পুরো দারফুর ও দক্ষিণাঞ্চলের কিছু অংশ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত