ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
আরসিবির বিজয় উদযাপনে পদপিষ্ট হয়ে নি-হ-ত ৭

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আইপিএলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। টুর্নামেন্ট শুরুর ১৮ বছর পর শিরোপার স্বাদ পেল বিরাট কোহলির দল।
মঙ্গলবার (৩ জুন) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারায় বেঙ্গালুরু।
চতুর্থবারের মতো ফাইনালে খেলে এবার শিরোপা নিশ্চিত করায় দলটির সমর্থকদের মধ্যে বইছে উচ্ছ্বাসের জোয়ার। সেই উচ্ছ্বাস পরিণত হয় বিপুল উদ্দীপনায়, যা বুধবার (৪ জুন) বেঙ্গালুরুতে দলটির সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে দেখা যায়। কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) আয়োজিত এ অনুষ্ঠানে হাজার হাজার সমর্থক ভিড় জমায় এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সময় যত গড়ায়, বাড়তে থাকে ভিড় ও উত্তেজনা।
তবে অতিরিক্ত জনসমাগম ও নিয়ন্ত্রণহীন পরিস্থিতিতে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ধাক্কাধাক্কির মধ্যে পদদলিত হয়ে অন্তত ৭ জনের মৃত্যু হয় এবং ২৫ জন গুরুতর আহত হন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার জানান, “অতিরিক্ত ভিড়ের জন্য আমি দুঃখিত। আমরা ৫,০০০ জনের বেশি কর্মী নিযুক্ত করেছিলাম। উপস্থিত জনতা ছিল তরুণ এবং আবেগপ্রবণ, তাদের ওপর বলপ্রয়োগ করা সম্ভব ছিল না।”
চিন্নাস্বামী স্টেডিয়ামের পাশের বেঙ্গালুরু মেট্রো স্টেশনগুলোতেও ছিল একই দৃশ্য— ট্রেন থেকে নামা জনস্রোত ছুটে যাচ্ছে স্টেডিয়ামের দিকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে শুরু হয় হুড়োহুড়ি। অনেকেই রাস্তায় পড়ে যান, বেশ কয়েকজন আহত অবস্থায় স্থানীয় বাউরিং হাসপাতালে ভর্তি হন।
সংবাদ সংস্থা আইএএনএসকে পুলিশ জানায়, তারা মঙ্গলবার রাত থেকে জনতা নিয়ন্ত্রণে কাজ করছে এবং সারারাত সতর্ক অবস্থানে ছিল যাতে পরিস্থিতি আরও খারাপ না হয়।
এই অবস্থার মাঝেও বিকেলে চিন্নাস্বামী স্টেডিয়ামে দলের সংবর্ধনা অনুষ্ঠান হয়। তবে তার আগে কোহলি ও তার সতীর্থরা কর্নাটকের বিধানসভার সামনে আয়োজিত এক আনুষ্ঠানিক অভ্যর্থনায় অংশ নেন। সেখানে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া তাদের উত্তরীয়, পাগড়ি ও মালা পরিয়ে সম্মান জানান। ‘চ্যাম্পিয়ন্স’ লেখা লাল টি-শার্ট পরে সবাই যোগ দেন সেই আয়োজনে। তবে বৃষ্টির কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয় এবং পরে কোহলিরা চিন্নাস্বামী স্টেডিয়ামে যান।
স্টেডিয়ামের বাইরে ভয়াবহ বিশৃঙ্খলা চললেও ভেতরে চলতে থাকে আনন্দ-উল্লাসের অনুষ্ঠান। কোহলিদের প্রথম শিরোপা জয়ের সেই মুহূর্ত উদযাপনে এতটা উচ্ছ্বাসই যেন পরিণত হয় এক মর্মান্তিক বিপর্যয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ২৭ জুলাই : শেয়ারবাজারের সেরা ১১ খবর
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১২ কোম্পানি