ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২
তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল চীন
.jpg)
সিঙ্গাপুরে অনুষ্ঠিত শীর্ষ প্রতিরক্ষা সম্মেলন ‘শাংরি-লা সংলাপ’-এ মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ চীনকে এশিয়ার জন্য ‘হুমকি’ হিসেবে উল্লেখ করার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে চীন বলেছে, “আগুন নিয়ে খেলবেন না।”
শনিবার (৩১ মে) সম্মেলনে দেওয়া বক্তৃতায় হেগসেথ অভিযোগ করেন, চীন এশিয়ার শক্তির ভারসাম্য বদলাতে সামরিক প্রস্তুতি নিচ্ছে এবং তাইওয়ানে হামলার মহড়া চালাচ্ছে। এর জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্যকে “ভিত্তিহীন ও উসকানিমূলক” উল্লেখ করে জানায়, তাইওয়ান চীনের অভ্যন্তরীণ বিষয়, এতে বিদেশি শক্তির হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।
বেইজিং অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে সামরিক শক্তি মোতায়েন করে এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে এবং চীনকে ঘিরে রাখার কৌশল হিসেবে তাইওয়ান ইস্যুকে ব্যবহার করছে। চীনের ভাষায়, “যুক্তরাষ্ট্র যদি তাইওয়ানকে চীনের বিরুদ্ধে দরকষাকষির হাতিয়ার বানায়, তাহলে তারা আগুন নিয়ে খেলছে।”
চীন আরও বলেছে, হেগসেথের বক্তব্য ঠান্ডা যুদ্ধের (কোল্ড ওয়ার) মানসিকতার প্রতিফলন এবং এটি চীনের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বক্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে।
শাংরি-লা সংলাপে এবার চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুন অংশ নেননি। ২০১৯ সালের পর এই প্রথমবার চীন কোনো উচ্চপদস্থ প্রতিরক্ষা কর্মকর্তা পাঠায়নি। তার পরিবর্তে নিম্নপর্যায়ের একটি প্রতিনিধি দল সম্মেলনে অংশ নেয়। কোভিড-১৯ পরিস্থিতির কারণে ২০২০ ও ২০২১ সালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়নি।
এদিকে দক্ষিণ চীন সাগরে চীন ও ফিলিপাইনের মধ্যে সামুদ্রিক বিরোধও ক্রমশ জটিল আকার ধারণ করছে। উভয় দেশের উপকূলরক্ষী বাহিনী টহলের সময় একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে। তবে চীন যুক্তরাষ্ট্রের নৌচলাচলের নিরাপত্তা হুমকি সংক্রান্ত অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তারা সংলাপ ও আন্তর্জাতিক আইন মেনেই তাদের আঞ্চলিক অধিকার রক্ষা করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি