ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার থেকে ২৫ ক্যাডারের কর্মকর্তাদের কলম বিরতি

প্রশাসন ক্যাডারের দ্বারা অন্য ক্যাডারভুক্ত কর্মকর্তাদের প্রতি বৈষম্যমূলক সাময়িক বরখাস্ত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রতিবাদে এবং পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, ডিএস পুলের কোটা বাতিল ও সব ক্যাডারের মধ্যে সমতা নিশ্চিত করার দাবিতে আগামীকাল মঙ্গলবার (২৭ মে) থেকে দেশব্যাপী কলম বিরতি কর্মসূচি শুরু হচ্ছে।
সোমবার (২৬ মে) আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৭ ও ২৮ মে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা এ কর্মসূচিতে অংশ নেবেন। তবে হাসপাতালের জরুরি বিভাগসহ অন্যান্য জরুরি সেবা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশের কারণে ২৫ ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। যদিও সরকারের বিভিন্ন পর্যায় থেকে আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু দীর্ঘদিন ধরে বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে। বরং বর্তমানে কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও শুরু হয়েছে। অথচ প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সরকারি নিয়ম লঙ্ঘন করেও বহাল তবিয়তেই রয়েছেন।
এছাড়া অভিযোগ করা হয়, একটি নির্দিষ্ট ক্যাডারের স্বার্থ রক্ষায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্বাস্থ্য, শিক্ষা, পরিসংখ্যান, ডাক, পরিবার পরিকল্পনা, কাস্টমস ও ট্যাক্স ক্যাডারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে জটিলতা সৃষ্টি করা হচ্ছে।
সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবে উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০% কোটা নির্ধারণ এবং বাকি ৫০% অন্যান্য ক্যাডারের মধ্যে পরীক্ষার মাধ্যমে নিয়োগের যে সুপারিশ করা হয়েছে, তা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে সংগঠনটি। এ বিষয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এ ধরনের সিদ্ধান্ত নেওয়াকে অবিচার বলে উল্লেখ করেছে তারা।
এর আগেও সংগঠনটি বৈষম্যের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ২০ মে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন, ২ মার্চ পূর্ণ দিবস কর্মবিরতি, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর ১ ঘণ্টার কলম বিরতি এবং ২৬ ডিসেম্বর মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
চলমান অসন্তোষ নিরসনে দ্রুত ও সমতাভিত্তিক পদক্ষেপ গ্রহণ না করলে আগামীতে আরও কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ২৭ জুলাই : শেয়ারবাজারের সেরা ১১ খবর
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রগতি লাইফ ইন্সুরেন্স
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১২ কোম্পানি