ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

ব্যাংক খাতে স্প্রেড রেকর্ড উচ্চতায়, ক্ষতিগ্রস্ত গ্রাহক ও ব্যবসায়ীরা

ডুয়া নিউজ- অর্থনীতি
২০২৫ মে ২৬ ০৬:০৬:২৬
ব্যাংক খাতে স্প্রেড রেকর্ড উচ্চতায়, ক্ষতিগ্রস্ত গ্রাহক ও ব্যবসায়ীরা

বাংলাদেশে সুদহার বাজারভিত্তিক করার পর থেকেই ব্যাংক খাতে ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান—স্প্রেড—ধারাবাহিকভাবে বাড়ছে। ২০২৩ সালের মার্চে গড় স্প্রেড ছিল ২.৯৬ শতাংশ, যা ২০২৫ সালের মার্চে বেড়ে দাঁড়িয়েছে ৫.৮৭ শতাংশে। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সর্বোচ্চ সীমা ৪ শতাংশ হলেও অনেক ব্যাংক তা লঙ্ঘন করছে।

বিদেশি ব্যাংকগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ডের স্প্রেড ৯.৬৯ শতাংশ এবং বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ডাচ্-বাংলা ব্যাংকের স্প্রেড ৯.৭৩ শতাংশ—যা রেকর্ড পর্যায়ে। এসব ব্যাংক আমানতের বিপরীতে খুব কম সুদ দিলেও ঋণের ক্ষেত্রে অনেক বেশি সুদ আদায় করছে। ফলে তাদের মুনাফা অস্বাভাবিক হারে বাড়ছে।

অন্যদিকে, দুর্বল ও অনিয়মে জর্জরিত ব্যাংকগুলো আমানতের বিপরীতে ১২-১৪ শতাংশ সুদ দিলেও গ্রাহক সাড়া দিচ্ছেন না। এতে এসব ব্যাংক লোকসানে পড়ছে। বাজারে এভাবে দুই ধরনের ব্যাংকের মধ্যে স্পষ্ট বৈষম্য তৈরি হচ্ছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ৪ শতাংশের বেশি স্প্রেড হলে নোটিস দেওয়া হয়। তবে বাস্তব পরিস্থিতিতে কিছু ব্যাংক নিয়ম মানছে না। স্প্রেড বৃদ্ধির ফলে ভালো উদ্যোক্তারাও উচ্চ সুদের চাপে ঋণখেলাপিতে পরিণত হচ্ছেন।

ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের একটি বড় অংশ ফেরত না আসায় এবং মূল্যস্ফীতি মোকাবেলায় সুদহার বাড়ানোয় খেলাপি ঋণও বেড়েছে। ২০২৪ সালের শেষ নাগাদ দেশের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকার বেশি, যা মোট বিতরণকৃত ঋণের ২০ শতাংশেরও বেশি।

ব্যবসায়ীরা অভিযোগ করছেন, বর্তমান পরিস্থিতিতে ১৪ শতাংশ সুদেও ব্যাংক থেকে ঋণ পাওয়া যাচ্ছে না। ডলারের দর বৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ সংকট ও উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে।

সার্বিকভাবে ব্যাংক খাতের স্প্রেড অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় লাভবান হচ্ছে সুনামধন্য ব্যাংকগুলো। কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমানতকারী, উদ্যোক্তা ও সাধারণ ব্যবসায়ীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত নীতিগত হস্তক্ষেপ না হলে আর্থিক খাতে ভারসাম্যহীনতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

অর্থনীতি এর অন্যান্য সংবাদ