ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
যে কারণে চাকরি যাবে অধ্যক্ষদের
.jpg)
ডুয়া ডেস্ক: জালিয়াতি ও অনিয়ম রোধে মাদ্রাসা শিক্ষকদের এমপিওভুক্তির ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ভুয়া সনদ বা সুপারিশপত্র ব্যবহার করে এমপিওর জন্য আবেদন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের মাসিক বেতন-ভাতা (এমপিও) সাময়িকভাবে স্থগিত করার পাশাপাশি দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ প্রেরণের সুপারিশ করা হবে।
সম্প্রতি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) এইচ. এম. নূরুল ইসলামের স্বাক্ষরে পাঠানো এক চিঠিতে এই সতর্কতা দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ)-এর ভুয়া সনদ বা সুপারিশ দেখিয়ে অনেক মাদ্রাসা বারবার এমপিওর জন্য আবেদন করছে, যা যাচাই-বাছাই প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করছে।
এ ধরনের জাল তথ্য দিয়ে আবেদন করা হলে তা বাতিল হওয়ার পরও যদি পুনরায় একই আবেদন করা হয়, তবে ওই মাদ্রাসা প্রধানের এমপিও স্থগিত করে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, নিয়ম বহির্ভূতভাবে পরিচালনা কমিটির মাধ্যমে নিয়োগ বা ভুয়া ডিজি প্রতিনিধির আদেশ দেখিয়ে এমপিও আবেদন করা হলে সেই প্রতিষ্ঠানের এমপিও কোড সাময়িক বা স্থায়ীভাবে বাতিল করা হবে।
এছাড়া শিক্ষক-কর্মচারী নিয়োগের পর দুই মাসের মধ্যে যদি এমপিও আবেদন না করা হয়, সেক্ষেত্রেও মাদ্রাসা প্রধানের এমপিও সাময়িকভাবে স্থগিত করা হবে।
আবেদন বাতিল হলে নতুন করে আবেদন পাঠানোর সময় যথাযথ কারণ, প্রয়োজনীয় ডকুমেন্ট এবং প্রমাণপত্র সংযুক্ত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, এমপিও কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এসব কঠোর নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ