ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

শনিবার খোলা থাকবে সরকারি অফিস, ব্যাংক, বিমা ও শেয়ারবাজার

২০২৫ মে ২৩ ২০:২৮:১৪
শনিবার খোলা থাকবে সরকারি অফিস, ব্যাংক, বিমা ও শেয়ারবাজার

ডুয়া নিউজ: সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (২৪ মে) সব সরকারি অফিস, ব্যাংক, বিমা ও শেয়ারবাজার খোলা থাকবে। এর আগেও গত শনিবার (১৭ মে) সবকিছু খোলা ছিল। ঈদুল আজহার দীর্ঘ ছুটি বিবেচনায় নিয়ে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, ঈদ উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত সরকারি চাকরিজীবীরা টানা ১০ দিনের ছুটি পাবেন। এ ছুটির সমন্বয়ে ১৭ ও ২৪ মে, যেগুলো সাপ্তাহিক ছুটির দিন, সেগুলোতে অফিস খোলা রাখা হচ্ছে।

তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিযোগাযোগ, ডাক ও ইন্টারনেটসহ জরুরি পরিষেবা এবং চিকিৎসাসেবা এই ছুটির আওতার বাইরে থাকবে। সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও দায়িত্ব পালন করবেন যথারীতি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে