ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
রাবির সাবেক উপ-উপাচার্যসহ ১৪৮ জনের বিরুদ্ধে মা-মলা
ডুয়া ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপ-উপাচার্য এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহাসহ ১৪৮ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় আরও অজ্ঞাত ৬০০ জনকে আসামি করা হয়েছে।
মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় এই মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মো. সিজান (৩২)। তিনি শাহমখুদম থানার পবাপাড়ার বাসিন্দা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত শেষে গত ১২ মে মামলাটি রেকর্ড করা হয়েছে। এরপর থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মামলার বাদী সিজান জানান, গত বছরের ৫ আগস্ট রাজশাহীতে বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় তিনি হামলার শিকার হন। অভিযোগ অনুযায়ী, রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কাছে মিছিলটি পৌঁছালে ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলীর কার্যালয়ের সামনে থেকে ওঁত পেতে থাকা হামলাকারীরা মিছিলে অতর্কিত হামলা চালায়। এতে সিজান গুরুতর আহত হন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে তার শরীরে ২২টি সেলাই দিতে হয়।
এজাহারে অভিযোগ করা হয়, হামলাকারীরা মাইক ব্যবহার করে মিছিলকারীদের 'জীবিত না রাখার' নির্দেশ দেয় এবং আগ্নেয়াস্ত্র, হাতবোমা, চাইনিজ কুড়াল, জিআই পাইপ ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়।
প্রায় সাত শতাধিক মানুষ অংশগ্রহণ করা ওই শান্তিপূর্ণ মিছিলটি আওয়ামী লীগবিরোধী অবস্থান থেকে সংগঠিত হয়েছিল। হামলার ঘটনায় নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া।
ঘটনার প্রায় সাত মাস পর মামলা দায়েরের কারণ হিসেবে সিজান তার শারীরিক অসুস্থতা ও পারিবারিক আলোচনা সময়সাপেক্ষ হওয়াকে দায়ী করেন।
এ বিষয়ে প্রফেসর ড. আনন্দ কুমার সাহা বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না এবং মামলার বিষয়েও কিছু জানি না। সম্ভবত কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে আমার নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ