ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২
স্যানিটাইজার দিয়ে ক্রিকেটারদের শুভেচ্ছা জানালেন নীতা আম্বানি
.jpg)
ডুয়া ডেস্ক: চলমান আইপিএলের ১৮তম আসরে মুম্বাই ইন্ডিয়ান্স ঘুরে দাঁড়ানোর এক দারুণ গল্প লিখেছে। প্রথম পাঁচ ম্যাচের চারটিতে পরাজিত হওয়া দলটি শেষ পর্যন্ত এক ম্যাচ হাতে রেখেই প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে। বুধবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে জয়ের পর মাঠজুড়ে আনন্দের জোয়ার বইতে থাকে। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিলেন দলটির কর্ণধার নীতা আম্বানি।
ম্যাচ শেষে মাঠে নামেন নীতা আম্বানি এবং ক্রিকেটারদের হাতে নিজ হাতে স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করেন। করোনা সংক্রমণের আশঙ্কার মধ্যেই এমন উদ্যোগ বলে ধারণা ভারতীয় গণমাধ্যমের। প্রথমে তিনি জাসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদবদের স্যানিটাইজার দেন, পরে পেসার দীপক চাহার নিজেও একটি বোতল হাতে নিয়ে সতীর্থদের জীবাণুমুক্ত করতে থাকেন।
দিল্লিকে হারানোর পর সমর্থকদের উদ্দেশ্যে নীতা আম্বানি ছয়টি আঙুল তুলে দেখান—যাতে স্পষ্ট ইঙ্গিত, এবার মুম্বাইয়ের লক্ষ্য ষষ্ঠ আইপিএল শিরোপা। ইতোমধ্যেই পাঁচটি ট্রফি জিতে চেন্নাই সুপার কিংসের সঙ্গে যৌথভাবে সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি হিসেবে আছে মুম্বাই। সেই পথে আরও এক ধাপ এগোতেই উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
ম্যাচ শেষে সাবেক অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে হাত মিলিয়ে কথা বলেন নীতা। পরে দু’জনকে মাঠের বিভিন্ন অংশ ঘুরে সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করতেও দেখা যায়। রোহিত ওই সময় টেনিস বল উপহার দেন গ্যালারিতে থাকা ভক্তদের।
আইপিএলের শুরুর পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হারলেও পরবর্তী আট ম্যাচে সাত জয় এনে প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে দলটি। তাদের লিগ পর্বের শেষ ম্যাচ পাঞ্জাব কিংসের বিপক্ষে সোমবার। সেই ম্যাচ জিতলে শীর্ষ দুইয়ে থেকে পর্ব শেষ করার সুযোগ থাকবে মুম্বাইয়ের সামনে।
চলতি মৌসুমে চেন্নাই সুপার কিংস আগেভাগেই ছিটকে যাওয়ায় শীর্ষস্থানে ওঠার এবং নতুন ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ পাচ্ছে মুম্বাই। ফাইনালে জায়গা করে নিতে বরাবরের মতো কাপ-ভাগ্য এবং হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে আগের সাফল্যই তাদের অনুপ্রেরণা হয়ে উঠেছে। হার্দিক আগের চার আইপিএলে তিনবার দলকে ফাইনালে তুলেছেন এবং গুজরাট টাইটান্সকে একবার চ্যাম্পিয়ন করেছেন। এবার সেই চেষ্টায় মরিয়া মুম্বাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার