ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

নির্বাচন প্রসঙ্গে সেনাপ্রধানের দ্ব্যর্থহীন বার্তা

২০২৫ মে ২১ ২৩:১৯:৫৭
নির্বাচন প্রসঙ্গে সেনাপ্রধানের দ্ব্যর্থহীন বার্তা

ডুয়া নিউজ: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন ডিসেম্বরেই অনুষ্ঠিত হওয়া উচিত। তিনি বলেন, রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকে তার পেশাগত অবস্থানে ফিরিয়ে নিতে হবে।

বুধবার (২১ মে) ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে ঢাকায় কর্মরত সেনা কর্মকর্তারা সরাসরি এবং ঢাকার বাইরে অবস্থানরত কর্মকর্তারা ভার্চুয়ালি অংশ নেন।

জেনারেলওয়াকার-উজ-জামান বলেন, সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যক্রমে জড়াবে না, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। তিনি হুঁশিয়ার করে বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তায় সেনাবাহিনীকে দীর্ঘ সময় মোতায়েন রাখা হলে জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে। বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে এটি মারাত্মক ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে।

সেনাপ্রধানআরও বলেন, ৫ আগস্ট থেকে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা সত্ত্বেও কিছু মহল বাহিনীকে অযথাভাবে সমালোচনার লক্ষ্যবস্তুতে পরিণত করছে। এই পরিস্থিতিতে দেশীয় ও আন্তর্জাতিক স্বার্থান্বেষী মহল যাতে পরিস্থিতির অপব্যবহার করে কোনো ধরনের সংকট তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সেনাপ্রধান।

চট্টগ্রাম বন্দরের মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ে এক প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, এ ধরনের স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে স্থানীয় জনগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সিদ্ধান্ত কেবল রাজনৈতিক সরকারের মাধ্যমেই গ্রহণ করা উচিত বলে তিনি মত দেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে