ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

যেভাবে নেওয়া যাবে স্টারলিংকের সংযোগ

২০২৫ মে ২১ ১২:৩০:২৬
যেভাবে নেওয়া যাবে স্টারলিংকের সংযোগ

ডুয়া ডেস্ক: স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদানকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার (২০ মে) সকালে প্রতিষ্ঠানটির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশে এই সংযোগ পেতে হলে ব্যবহারকারীদের সরাসরি স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ঢুকলে দুই ধরনের অপশন দেখা যাবে — ‘রেসিডেনশিয়াল’ (বাসার জন্য) এবং ‘রোম’ (ভ্রাম্যমাণ সংযোগ)। তবে বাংলাদেশ সরকার এখনো ‘রোম’ সংযোগের অনুমোদন দেয়নি। তাই আপাতত শুধুমাত্র ‘রেসিডেনশিয়াল’ অপশনটি ব্যবহার করা যাবে।

সংযোগ নেওয়ার ধাপগুলো:

১. স্টারলিংকের ওয়েবসাইটে প্রবেশ করে ‘রেসিডেনশিয়াল’ ক্যাটাগরি নির্বাচন করতে হবে।

২. এরপর ‘অর্ডার নাউ’ বাটনে ক্লিক করে নিজের লোকেশন নির্ধারণ করতে হবে।

৩. এরপর চেকআউট অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পূরণ ও অর্থ পরিশোধ করতে হবে।

৪. সবশেষে ‘প্লেস অর্ডার’ অপশনে ক্লিক করলে অর্ডার সম্পন্ন হবে।

স্টারলিংক জানিয়েছে, তিন থেকে চার সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় সরঞ্জামসহ সংযোগ কিট গ্রাহকের ঠিকানায় পৌঁছে যাবে। ব্যবহারকারীরা চাইলে নিজেরাই সহজেই সেটআপ করতে পারবেন।

বাংলাদেশের চরাঞ্চল, পাহাড় ও দুর্গম গ্রামগুলোতে যেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট সহজলভ্য নয় সেখানে স্টারলিংক হতে পারে একটি কার্যকর সমাধান। এটি দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে নিরবিচ্ছিন্ন ডিজিটাল সংযোগ নিশ্চিত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।

স্টারলিংক কীভাবে কাজ করে?

এটি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ৫৫০ কিলোমিটার (৩৪২ মাইল) উচ্চতায় অবস্থানকারী স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করে। এটি ঐতিহ্যবাহী ভূস্থির স্যাটেলাইটগুলোর (৩৫,৭৮৬ কিমি উচ্চতা) তুলনায় অনেক কম উচ্চতায় অবস্থান করে। ফলে ত্বরিত এবং নিরবিচ্ছিন্ন সংযোগ পাওয়া যায়।

স্টারলিংক সংযোগের জন্য যেসব সরঞ্জাম লাগবে:

স্যাটেলাইট রিসিভার

অ্যান্টেনা

রাউটার

পাওয়ার সাপ্লাই

এই সরঞ্জামগুলোর জন্য স্টারলিংক কিটের দাম ৩৪৯ ডলার থেকে ৫৯৯ ডলার পর্যন্ত হতে পারে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ হাজার থেকে ৭৪ হাজার টাকা।

স্টারলিংকের এই সেবা বর্তমানে ১০০টিরও বেশি দেশে চালু রয়েছে এবং বাংলাদেশ এখন সেই তালিকায় নতুন সংযোজন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

তথ্য প্রযুক্তি এর সর্বশেষ খবর

তথ্য প্রযুক্তি - এর সব খবর



রে