ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

শেয়ারবাজার বিনিয়োগকারী সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসছে সরকার

২০২৫ মে ২১ ০৫:৪৭:১৪
শেয়ারবাজার বিনিয়োগকারী সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসছে সরকার

ডুয়া নিউজ: দেশের শেয়ারবাজারের টেকসই উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কার নিয়ে সক্রিয় বিনিয়োগকারী সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসছে সরকার। আগামী ২৯ মে (বৃহস্পতিবার) রাজধানীতে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ড. আনিসুজ্জামান চৌধুরী।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে জানা গেছে, দেশের শেয়ারবাজারকে গতিশীল ও বিনিয়োগবান্ধব করতে অংশীজনদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। সেই লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হচ্ছে।

বিএসইসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশন শেয়ারবাজারের টেকসই উন্নয়ন এবং কাঠামোগত সংস্কারে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এ কাজে সরকারের সক্রিয় সমর্থন ও আন্তরিকতা রয়েছে। বাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে একটি শক্তিশালী ও স্থিতিশীল শেয়ারবাজার গড়ে তুলতেই এই বৈঠকের আয়োজন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাধারণ বিনিয়োগকারীরা দেশের শেয়ারবাজারের প্রাণ। তাই তাদের সংগঠনগুলোর সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে শেয়ারবাজারের বাস্তব সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব। এর মাধ্যমে গ্রহণযোগ্য ও সময়োপযোগী সংস্কার বাস্তবায়নের পথ আরও সুগম হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে শেয়ারবাজারের সাম্প্রতিক পরিস্থিতি, বিনিয়োগকারীদের আস্থা সংকট, তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বচ্ছতা, করপোরেট গভর্ন্যান্স, বাজারে তারল্য সংকট ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধিসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। অংশগ্রহণ করবেন বিনিয়োগকারী ফোরাম, ট্রেডার অ্যাসোসিয়েশন, ক্ষুদ্র বিনিয়োগকারী সংগঠনসহ নানা পক্ষের প্রতিনিধিরা।

সরকার ও নিয়ন্ত্রক সংস্থা আশাবাদী, এ সংলাপ ভবিষ্যৎ শেয়ারবাজার ব্যবস্থাপনায় একটি ইতিবাচক দিকনির্দেশনা প্রদান করবে এবং বাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে