ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২
ভারতের ‘অপারেশন সিঁদুর’ নিয়ে পোস্ট করে বিপাকে অধ্যাপক

ডুয়া ডেস্ক: ভারতের সাম্প্রতিক সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ফেসবুকে মন্তব্য করার পর গ্রেফতার হয়েছেন আশোকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আলি খান মাহমুদাবাদ।
১৯ মে (সোমবার) হরিয়ানা পুলিশ তাকে গ্রেফতার করে।
৮ মে এক ফেসবুক পোস্টে মাহমুদাবাদ নারী সেনা কর্মকর্তাদের ভূমিকা ‘লোক দেখানো’ বলে উল্লেখ করেন। তার এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।
মাহমুদাবাদ লিখেছিলেন, “আমি খুশি যে অনেক ডানপন্থি বিশ্লেষক কর্নেল সোফিয়া কুরেশিকে অভিনন্দন জানাচ্ছেন। তবে একইভাবে যদি তারা গণপিটুনিতে নিহতদের বা বিজেপির ঘৃণানীতির শিকার সাধারণ মানুষের নিরাপত্তার দাবি করতেন, সেটাই হতো আরও অর্থবহ। দুই নারী সেনা কর্মকর্তার প্রেস ব্রিফিং গুরুত্বপূর্ণ, তবে বাস্তব পরিবর্তন না এলে তা শুধুই লোক দেখানো।”
এই মন্তব্যকে কেন্দ্র করে হরিয়ানা রাজ্য মহিলা কমিশন অভিযোগ তোলে যে, এতে নারী সেনা কর্মকর্তাদের ‘অপমান’ এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো হয়েছে। তাকে ২৩ মে’র মধ্যে কমিশনে হাজির হতে বলা হয়। অনুপস্থিতি হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।
অধ্যাপক মাহমুদাবাদ অবশ্য শুরু থেকেই অভিযোগ অস্বীকার করেছেন। তার ভাষ্য: “এতে কোথাও নারীবিদ্বেষ নেই। আমি সেনা সদস্য ও সাধারণ নাগরিকদের নিরাপত্তার দিকেই দৃষ্টি আকর্ষণ করেছি। আমার বক্তব্য ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছে।”
সমাজকর্মী শবনম হাশমি ‘এক্স’ (সাবেক টুইটার)–এ লিখেছেন, “তার পোস্টে কোথাও দেশদ্রোহ বা নারীবিরোধী কিছু নেই। এটি নিছক হয়রানি।”
দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নতুন সংস্করণ, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ‘সাম্প্রদায়িক বিদ্বেষ উসকে দেওয়া’, ‘বিদ্রোহে প্ররোচনা’ এবং ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ করার অভিযোগ আনা হয়েছে।
তবে মাহমুদাবাদের আইনজীবীদের দাবি, তিনি শুধু সংবিধানসম্মত মতপ্রকাশের অধিকার প্রয়োগ করেছেন।
এদিকে অধ্যাপকের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের প্রতিবাদে ভারতের এক হাজারেরও বেশি শিক্ষাবিদ, ইতিহাসবিদ, অধিকারকর্মী ও শিল্পী একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। তারা অবিলম্বে অভিযোগ প্রত্যাহার করার এবং হরিয়ানা মহিলা কমিশনের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি করেছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, "হরিয়ানা রাজ্য ভারতের নারীর বিরুদ্ধে সহিংসতায় শীর্ষ অবস্থানে রয়েছে। এই ধরনের বাস্তব সমস্যা উপেক্ষা করে একজন শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে হয়রানি করা হচ্ছে। এটি সরাসরি বাকস্বাধীনতার উপর আঘাত।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ইপিএস প্রকাশ করেছে ৪ কোম্পানি
- নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: দুদু
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব