ঢাকা, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

মুনাফা তোলার শিকার ‘এ’ ক্যাটাগরির ৯ শেয়ার

২০২৫ মে ১৮ ১৬:৩২:৪৩
মুনাফা তোলার শিকার ‘এ’ ক্যাটাগরির ৯ শেয়ার

ডুয়া নিউজ: আজ রোববার (১৮ মে), সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক কমেছে ২৯ দশমিক ৩৮ পয়েন্ট।

এদিন লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪১টির শেয়ারদর কমেছে। দরপতনে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ৯টিই ছিল ‘এ’ ক্যাটাগরির শেয়ার, যা বাজার বিশ্লেষকদের নজরে এসেছে।

পূর্ববর্তী কয়েক কার্যদিবসে বিনিয়োগকারীরা এই ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলোতে সক্রিয়ভাবে বিনিয়োগ করেছিলেন এবং তা ধরে রেখেছিলেন। ফলে ওই সময় এই প্রতিষ্ঠানগুলোর দর তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। তবে আজ সূচক পতনের মধ্যে এসব প্রতিষ্ঠানে লাভজনিত বিক্রি (profit-taking) বেড়ে যাওয়ায় বিক্রির চাপ সৃষ্টি হয় এবং দরপতনের শীর্ষে চলে আসে প্রতিষ্ঠানগুলো।

দরপতনে থাকা শীর্ষ প্রতিষ্ঠান ৯টি হলো- ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এনআরবি ব্যাংক, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএলএফবিএসএল গ্রোথ ফান্ড, এনআরবিসি ব্যাংক, শাহজীবাজার পাওয়ার এবং পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি দর কমেছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড-এর। ফান্ডটির ইউনিট দর ৪০ পয়সা বা ৯.৭৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ টাকা ৭০ পয়সায়।

এরপর সর্বোচ্চ দরপতন হয়েছে এনআরবি ব্যাংক-এর, যার শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৯.৬৮ শতাংশ কমে নেমে এসেছে ১১ টাকা ২০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ দর কমেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স-এর, যার শেয়ার দর ২ টাকা ৮০ পয়সা বা ৮.০৫ শতাংশ কমে হয়েছে ৩২ টাকা।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৭০ পয়সা বা ৭.৬১ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩০ পয়সা বা ৭.৩২ শতাংশ, এসইএমএলএফবিএসএল গ্রোথ ফান্ডের ৪০ পয়সা বা ৬.৪৫ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৫০ পয়সা বা ৬.১০ শতাংশ, শাহজীবাজার পাওয়ারের ২ টাকা ২০ পয়সা বা ৫.৭১ শতাংশ এবং পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৫.৪১ শতাংশ দর কমেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে