ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২
‘পারমাণবিক যু-দ্ধের কাছাকাছি ভারত-পাকিস্তান’
.jpg)
ডুয়া ডেস্ক: দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত ও পাকিস্তান বিপজ্জনকভাবে পারমাণবিক সংঘাতের কাছাকাছি অবস্থানে চলে এসেছে।
ট্রাম্প বলেন, ‘বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। লড়াই তীব্র হচ্ছে এবং উভয় পক্ষ সর্বোচ্চ শক্তি দিয়ে ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে।’ তিনি সতর্ক করে দিয়ে জানান, এ দুই দেশকে হালকাভাবে নেওয়া যাবে না, কারণ তারা উভয়েই শক্তিশালী পারমাণবিক ক্ষমতার অধিকারী।
পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রসঙ্গে ট্রাম্প জানান, ইসলামাবাদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে এবং দ্বিপাক্ষিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তিনি বলেন, ‘পাকিস্তান আমাদের সঙ্গে বাণিজ্য করতে চায়। যদিও বর্তমানে বাণিজ্যের পরিমাণ সীমিত তবুও আমাদের সম্পর্ক ভালো।’
পাকিস্তানি জনগণের প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘তারা অত্যন্ত বুদ্ধিমান এবং চমৎকার কাজ করে।’
তিনি জানান, তিনি তার প্রশাসনকে উভয় দেশের সঙ্গে যোগাযোগ চালিয়ে যেতে বলেছেন। ট্রাম্প আরও বলেন, ‘আমি চেয়েছি ভারত ও পাকিস্তান বাণিজ্যে মনোনিবেশ করুক, কারণ পারস্পরিক বাণিজ্য সম্পর্ক উত্তেজনা হ্রাসে ভূমিকা রাখতে পারে।’
এক পৃথক বক্তব্যে ট্রাম্প জানান, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। একইসঙ্গে তিনি রাশিয়াকে হুঁশিয়ার করে বলেন, ইউক্রেনের সঙ্গে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে।
সাম্প্রতিক আন্তর্জাতিক কূটনৈতিক অগ্রগতি প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘এটি একটি বড় সাফল্য, যা স্বীকৃতি পাওয়া উচিত।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে