ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
এখনো পুলিশের পরিচয় দিতে লজ্জাবোধ করছি: ডিএমপি কমিশনার

ডুয়া নিউজ: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে উল্লেখ করে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওয়া) অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বলেন, "এখনও বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আমি পুলিশের পরিচয় দিতে লজ্জাবোধ করছি।"
তিনি বলেন, "গণঅভ্যুত্থানের সময় পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। স্বাধীনতার ৫২ বছর পরেও এ ধরনের পুলিশ বাহিনী দেখে আমরা আশান্বিত না। আন্দোলনে হাজারো ছাত্র-জনতার মৃত্যুর দুঃখজনক গল্প রচিত হয়েছে। আমরা স্বাধীন দেশের পুলিশ। কিন্তু কেন মানুষের মধ্যে পুলিশের প্রতি এত ক্ষোভ জন্মাল? জুলাই-আগস্টের ঘটনাগুলো আমাদের সামাজিকভাবে নিগৃহীত করেছে। আমাদের এই ট্রমা থেকে বের হয়ে আসতে হবে এবং মানুষের সেবা করতে হবে। সেবার মাধ্যমে পুলিশ বাহিনীর হারানো গৌরব পুনরুদ্ধার সম্ভব হবে, ইনশাআল্লাহ্।"
৫ আগস্টের ঘটনা উল্লেখ করে ডিএমপি কমিশনার জানান, যদি তখনের নেতৃত্বে থাকা পুলিশ কর্মকর্তারা সঠিক সিদ্ধান্ত নিতেন, তাহলে অনেক জীবন রক্ষা করতে পারতেন। এদিকে, বিশেষ করে বিগত ১৫ বছরে যারা পুলিশের নেতৃত্বে ছিলেন, তারা কি ভূমিকা রেখেছেন যে জনগণের মধ্যে পুলিশের প্রতি এমন বিরক্তি সৃষ্টি হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরও বলেন, "নানা অ্যাসোসিয়েশন থাকলেও, সার্ভিং অফিসার ও অবসরপ্রাপ্ত অফিসারদের মধ্যে মতপার্থক্য কমিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত। অবসরপ্রাপ্ত অ্যাসোসিয়েশন বৈষম্যবিরোধী আন্দোলনে আরও সক্রিয় ভূমিকা পালন করতে পারে।"
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং সভাপতিত্ব করেন বিআরপিওয়ার সভাপতি এম আকবর আলী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ২৭ জুলাই : শেয়ারবাজারের সেরা ১১ খবর
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১২ কোম্পানি
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস