ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

জামায়াতের সমাবেশে সন্ত্রাসীদের গুলি, ১২ নেতা আহত

২০২৫ মে ০৯ ২৩:৩৪:৩২
জামায়াতের সমাবেশে সন্ত্রাসীদের গুলি, ১২ নেতা আহত

ডুয়া নিউজ: চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর একটি প্রতিবাদ সমাবেশে সন্ত্রাসীদের গুলিতে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে জামায়াতের দুই নেতা মোহাম্মদ আলী ও আব্দুস সালাম গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১০ মে) বিকেলে উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, জঙ্গল সলিমপুর এসএস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং জামায়াত নেতা শহিদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে একটি সমাবেশের আয়োজন করা হয়। জুমার নামাজের পরপরই নেতাকর্মীরা স্কুল মাঠে জড়ো হতে থাকেন। এ সময় হঠাৎ করে ২০-৩০ জন অস্ত্রধারী সন্ত্রাসী এসে অতর্কিতে গুলি চালায়।

গুলিতে জামায়াত নেতা মোহাম্মদ আলী ও আব্দুস সালাম আহত হন। এ ছাড়া সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলীসহ আরও অন্তত ১০ জন আহত হন। পরে সন্ত্রাসীরা চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরীসহ সাত থেকে আটজন নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

জামায়াত নেতা কুতুব উদ্দিন শিবলী বলেন, “স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। বুধবার রাতে তাকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে সন্ত্রাসীরা হামলা করে। তারই প্রতিবাদে আজকের সমাবেশ ছিল। কিন্তু সন্ত্রাসীরা গুলি চালিয়ে তা পণ্ড করে দেয়।”

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের হাতে অবরুদ্ধ জামায়াত নেতাদের পুলিশ উদ্ধার করেছে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা জানান, আহতদের কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে