ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২
নিজেরাই বিচারক, নিজেরাই সাক্ষী, নিজেরাই রায়দাতা: ভারত সম্পর্কে পাকিস্তান

ডুয়া ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। ‘অপারেশন সিঁদুর’ নামে এই হামলা পরিচালনার পর নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে ভারত-পাকিস্তান সীমান্তে।
ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানের পক্ষ থেকে লাগাতার ড্রোন হামলা, মিসাইল নিক্ষেপ এবং ভারী গোলাবর্ষণ চালানো হচ্ছে।
এই প্রেক্ষাপটে, স্থানীয় সময় শুক্রবার (৯ মে) তুরস্কের সম্প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এসব ঘটনায় পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করেন।
সাক্ষাৎকারে পাকিস্তানি মুখপাত্র অভিযোগ করে বলেন, “কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় ভারত নিজেরাই পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ এনেছে, নিজেরাই বিচার করেছে এবং সে রায়ের ভিত্তিতেই পাকিস্তানের অন্তত ছয়টি স্থানে হামলা চালিয়েছে। এটি কোনো ন্যায়বিচার নয়, বরং এটি একতরফা আগ্রাসন।”
জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, “ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার সঙ্গে পাকিস্তান জড়িত- এমন অভিযোগে ভারত পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তানে হামলা চালায়। এতে নিরীহ শিশু, নারী ও বয়স্ক মানুষ নিহত হয়েছেন। এই হামলার পর সীমান্তে পাকিস্তানের সেনারা পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে।”
তিনি বলেন, “আমাদের সেনারা কেবল আত্মরক্ষার্থেই সীমিত পাল্টা গুলিবর্ষণ করেছে। কিন্তু ভারতীয় গণমাধ্যম এটিকে বড় ধরনের যুদ্ধোপযোগী আক্রমণ হিসেবে উপস্থাপন করছে, যা সত্য নয়।”
ড্রোন ও মিসাইল হামলার বিষয়ে ভারতের পক্ষ থেকে প্রমাণ ছাড়াই অভিযোগ তোলার সমালোচনা করে পাক সেনা মুখপাত্র বলেন, “বর্তমান প্রযুক্তির যুগে ড্রোন ও মিসাইল ব্যবহারের ঘটনার প্রমাণ থাকা স্বাভাবিক। ভারত যদি সত্যি এমন কোনো হামলার শিকার হয়ে থাকে, তাহলে তারা সেই প্রমাণ আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে উপস্থাপন করুক।”
এছাড়া ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং পাইলটকে আটক করেছে। এ বিষয়ে আহমেদ শরীফ বলেন, “যদি সত্যিই এমন ঘটনা ঘটে থাকে, তাহলে তার ভিডিও ফুটেজ, ছবি কিংবা আটক পাইলটের তথ্য প্রকাশ করা হোক। শুধু দাবি করে প্রচার চালালে তা বিশ্বাসযোগ্যতা পায় না।”
পেহেলগামের পর্যটক হত্যাকাণ্ডে পাকিস্তানের সম্পৃক্ততার প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ ঘটনার পরপরই পাকিস্তান ভারতকে আন্তর্জাতিক একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছে। তবু ভারত তা অগ্রাহ্য করে নিজেরাই বিচারক, সাক্ষী এবং রায়দাতা হয়ে পাকিস্তানে হামলা চালিয়েছে। এটি আন্তর্জাতিক কূটনীতি ও আইনের পরিপন্থী।”
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র বলেন, “ভারতের কিছু রাজনৈতিক শক্তি অভ্যন্তরীণ সংকট ও চাপ মোকাবিলায় জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে পরিকল্পিতভাবে পাকিস্তানকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। বিশেষ করে নির্বাচনের আগমুহূর্তে কাশ্মীরে হামলার মতো ঘটনা ঘটানো এবং তার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা দীর্ঘদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে, যা নানা প্রশ্নের জন্ম দেয়।”
লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আরও বলেন, “পেহেলগাম হামলার প্রকৃত কারণ অনুসন্ধানে আন্তর্জাতিক, নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছে আসছে পাকিস্তান। কারণ এই হামলার পেছনে প্রকৃতপক্ষে কারা রয়েছে এবং কাশ্মীরকে ইস্যু করে কারা রাজনৈতিক সুবিধা আদায় করছে, তা স্পষ্টভাবে বেরিয়ে আসবে।”
তিনি বলেন, “যখন তদন্ত শেষও হয়নি, তখনই ভারত একতরফাভাবে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলে সামরিক অভিযান চালিয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ।”
পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে অর্থ ছাড় নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এই বিষয়ে প্রতিক্রিয়া জানানো সরকারের অর্থনৈতিক উপদেষ্টাদের বিষয়। সেনাবাহিনী কেবল জাতীয় নিরাপত্তা ও সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১২ কোম্পানি
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- পাঁচ কোম্পানির শেয়ারে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- ইপিএস প্রকাশ করেছে ৪ কোম্পানি
- নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: দুদু