ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
পাল্টা হামলার ভারতের দাবি নিয়ে উপহাস পাক সেনার!

ডুয়া ডেস্ক: ভারতের হামলার প্রতিবাদে পাকিস্তান পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। তবে পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, “ভারতের হামলার জবাবে পাকিস্তানের পাল্টা হামলার তথ্য ঘোষণা করার প্রয়োজন হবে না। বরং পুরো বিশ্ব এই হামলার খবর নিজ থেকেই জানতে পারবে।”
আজ বৃহস্পতিবার (০৮ মে) এক সংবাদ সম্মেলনে ভারতে পাকিস্তানের সম্ভাব্য পাল্টা হামলার বিষয়ে এমন মন্তব্য করেছেন তিনি।
আইএসপিআর মহাপরিচালক বলেছেন, ‘‘পাকিস্তান যখন পাল্টা আঘাত হানবে, তখন তা জানানোর প্রয়োজন হবে না। সারা বিশ্ব নিজেই তা জানতে পারবে।’’
ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় অন্তত ১৫টি শহরে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে বৃহস্পতিবার নয়াদিল্লি যে দাবি করেছে, তা প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের এই সেনা কর্মকর্তা।
তিনি ভারতের ১৫টি স্থানে হামলার দাবিকে ‘‘ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত’’ বলে মন্তব্য করেছেন। আহমেদ শরিফ চৌধুরী বলেন, “ভারতের এই ধরনের নাটক যুদ্ধক্ষেত্রের নয়, বরং মঞ্চ কিংবা সিনেমার জন্যই উপযুক্ত।”
পাল্টা প্রশ্ন করে আইএসপিআর মহাপরিচালক বলেন, ‘‘ভারতীয় সেনাবাহিনী ও সরকার কি এখনও ১৮শ শতকে বসবাস করছে? তারা কখন থিয়েটার আর সিনেমা ছেড়ে বাস্তবতায় ফিরে আসবে?’’
ভারতের প্রকাশ করা হামলার ভিডিওকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন আহমেদ শরিফ চৌধুরী। তিনি বলেন, “তারা যেসব শুষ্ক জমি দেখাচ্ছে, অন্তত সেগুলোতে আগুন লাগাতে পারতো। এসব অহেতুক প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়।”
তিনি আরও বলেন, “পাকিস্তানের সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত এবং ভারতকে জবাব দেওয়ার সক্ষমতা আছে। ভারতের যেকোনও দুঃসাহসিক পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী।”
এই জেনারেল আরও বলেন, “পাকিস্তান জবাব হবে চূড়ান্ত ও স্পষ্ট। তখন কী কী ঘটেছে তা জানার জন্য বিশ্বকে ভারতীয় গণমাধ্যমের ওপর নির্ভর করতে হবে না।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ঢাবির ২০১৮-১৯ সেশনের অছাত্ররা হতে পারবেন না ভোটার-প্রার্থী
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা