ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

জুলাই উপলক্ষে যেভাবে পাবেন ৫ দিন মেয়াদি ফ্রি ইন্টারনেট

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১৬ ১৯:৫৩:৩৯
জুলাই উপলক্ষে যেভাবে পাবেন ৫ দিন মেয়াদি ফ্রি ইন্টারনেট

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসকে স্মরণীয় করে রাখতে আগামী ১৮ জুলাই (শুক্রবার) ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করেছে সরকার। এই দিনে দেশের সব মোবাইল ফোন গ্রাহককে ৫ দিন মেয়াদে ১ জিবি ইন্টারনেট ডেটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এই সিদ্ধান্ত বাস্তবায়নে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ইতোমধ্যে সব মোবাইল অপারেটরকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছে।

বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনা এবং পরবর্তীতে বিটিআরসিতে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ৯ জুলাই দেশের সব মোবাইল অপারেটরকে এই নির্দেশনা দেওয়া হয়।

যেভাবে পাবেন ফ্রি ১ জিবি ইন্টারনেট

বিটিআরসি জানিয়েছে, ফ্রি ডেটা সুবিধা পেতে গ্রাহকদের নিজ নিজ অপারেটরের নির্দিষ্ট কোড ডায়াল করতে হবে। কোডগুলো হলো:

গ্রামীণফোন (জিপি): 1211807#রবি: 41807#বাংলালিংক: 1211807#টেলিটক: 1111807#

দিবসটির গুরুত্ব তুলে ধরতে এবং এই কর্মসূচি সম্পর্কে সবাইকে জানাতে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে একটি নির্দিষ্ট বার্তা স্ক্রল আকারে প্রচার করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।স্ক্রলে প্রচারের জন্য নির্ধারিত বার্তাটি হলো: ‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১৮ জুলাই সব মোবাইল ফোন গ্রাহক পাচ্ছেন ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ডাটা। ফ্রি ডাটা পেতে ডায়াল করুন জিপি 1211807#, রবি 41807#, বাংলালিংক 1211807#, টেলিটক 1111807# — ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।’

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত