ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
উত্তাল বাংলাদেশ সচিবালয়
.jpg)
ডুয়া ডেস্ক: সরকারি চাকরি আইন সংশোধন করে ১৯৭৯ সালের বিশেষ বিধান সংযোজন এবং সচিবালয় ও মাঠ প্রশাসনে কর্মরত নন-ক্যাডার কর্মচারীদের জন্য অভিন্ন নিয়োগবিধি প্রণয়নের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ সচিবালয়।
বৃহস্পতিবার সচিবালয়ের ৪ নম্বর ভবনের পেছনে অবস্থিত ক্যান্টিনে সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা একত্রিত হয়ে প্রতিবাদ সভার আয়োজন করেন। সভায় নেতৃত্ব দেন সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, মহাসচিব নিজামউদ্দিন, মোহাম্মদ নুরুল ইসলাম, মুজাহিদুল ইসলাম সেলিম, মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ অন্যান্য কর্মচারী নেতৃবৃন্দ।
সব সংগঠনের নেতৃবৃন্দ ঐক্যমতে পৌঁছে জানান, এখন থেকে দাবি আদায়ের লড়াইয়ে সকলে এক প্ল্যাটফর্মে একত্রে কাজ করবে এবং আলাদা কোনো সংগঠন থাকবে না।
সভায় জানানো হয়, আগামী রোববারের মধ্যে সরকার যদি চাকরি আইনের সংশোধনী ও প্রস্তাবিত অভিন্ন নিয়োগবিধি থেকে সরে না আসে, তাহলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।
তাদের চার দফা দাবির মধ্যে রয়েছে মহার্ঘ ভাতা প্রদান এবং নতুন পে-কমিশন ঘোষণার দাবি।
কর্মচারী নেতারা সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি সাত দিনের মধ্যে চাকরি দিতে না পারে, তবে সাত দিনে চাকরি কেড়ে নেওয়ারও অধিকার নেই। পাশাপাশি তারা বর্তমান অভিন্ন নিয়োগবিধিকে অবাস্তব ও অযৌক্তিক দাবি করে এর তীব্র সমালোচনা করেন।
এদিকে সভার মাঝেই সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে যে, নিপীড়নমূলক কোনো কালো আইন করা হবে না। এতে উপস্থিত কর্মচারীরা সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, সরকারের দায়িত্বশীলদের মুখ থেকেই এ ঘোষণা আনুষ্ঠানিকভাবে শুনতে চান।
নেতারা আরও বলেন, "আমাদের কণ্ঠরোধ করতে চায় এই আইন। এটা আমলাতান্ত্রিক স্বৈরাচারের কূটকৌশল।" সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, এই 'দোসর আমলাদের' ফাঁদে পা না দেওয়াই হবে সরকারের জন্য মঙ্গলজনক এবং দোষী আমলাদের দ্রুত অপসারণেরও দাবি জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ