ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
বিয়েবাড়িতে রুটি খাওয়া নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ২ কিশোরের
.jpg)
ডুয়া ডেস্ক: বিয়ে বাড়িতে প্রায়ই সংঘর্ষের ঘটনা শোনা যায়। তবে বেশিরভাগ সংঘর্ষই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হয়ে থাকে। এজন্য মাঝে মাঝে অনেক বড় দুর্ঘটনাও ঘটে থাকে। এমনই এক ঘটনা ঘটল ভারতে। বিয়ে বাড়িতে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন দুই কিশোর। দাওয়াতে আগে তন্দুরি রুটি খাওয়া নিয়ে তারা সংঘর্ষে জড়ান। এতে দুই কিশোরই নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (০৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
এতে বলা হয়েছে, ‘তান্দুরি রুটি কে আগে পাবে – এই নিয়ে বিবাদে জড়ান দুই কিশোর। গত ৩ মে ভারতের উত্তর প্রদেশের আমেঠির এক গ্রামে অনুষ্ঠিত বিয়ের আসরে এ ঘটনা ঘটে। ১৭ ও ১৮ বছর বয়সী দুই তরুণের মধ্যে খাবার নিয়ে বিবাদ মারাত্মক রূপ নেয়।’
স্থানীয় সূত্রে জানা যায়, ‘বিয়ের অনুষ্ঠানে খাবারের লাইনে দাঁড়ানো অবস্থায় রবি কুমার ওরফে কাল্লু (১৮) এবং আরেক কিশোর (১৭) তন্দুরি রুটি নিয়ে বাকবিতণ্ডা শুরু করে। কথাকাটাকাটি ধীরে ধীরে হাতাহাতি ও লাঠিপেটায় রূপ নিলে উভয়েই গুরুতর জখম হন। নাবালকটি ঘটনাস্থলেই মারা যান, আর কাল্লুকে ট্রমা সেন্টারে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।’
বিয়ের আয়োজক রামজীবন বর্মা সংবাদমাধ্যমকে বলেন, “সবাই ব্যস্ত ছিলাম, এমন সময় কেউ এসে জানাল দু’জনের মধ্যে মারামারি হচ্ছে। আমরা ছুটে গেলে দেখি, দুই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। শুধু এক টুকরো রুটির জন্য এত বড় ট্র্যাজেডি!”
গৈরিগঞ্জ সার্কেলের প্রধান কর্মকর্তা আখিলেশ বর্মা জানান, ‘ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছে। প্রাথমিক অভিযোগপত্র (এফআইআর) দায়ের করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে আইনিব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় বাসিন্দাদের মতে, “সামান্য বিষয় নিয়ে উত্তেজনা বাড়ার ঘটনা এ অঞ্চলে নতুন নয়। তবে খাবারের লাইনে দাঁড়িয়ে এভাবে প্রাণহানির ঘটনা অভূতপূর্ব। গত কয়েক বছরে উত্তরপ্রদেশে সামাজিক অনুষ্ঠানে ছোটখাটো বিবাদে হত্যা বা জখমের বেশ কয়েকটি ঘটনা রেকর্ড হয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব