ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে অভিযানে যৌথ বাহিনী, আটক ৪৫

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১৮ ১২:৪৫:১০
গোপালগঞ্জে অভিযানে যৌথ বাহিনী, আটক ৪৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে।

শুক্রবার (১৮ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়। এর আগে আরও ২৫ জনকে আটক করা হয়েছিল।

এদিকে সহিংস ঘটনার জেরে গোপালগঞ্জে টানা তৃতীয় দিনের মতো কারফিউ জারি রয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম দফার কারফিউ শেষ হলে পুনরায় শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টা পর্যন্ত কারফিউ কার্যকর করা হয়। এরপর তিন ঘণ্টার বিরতির পর দুপুর ২টা থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ কার্যকর করেছে প্রশাসন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত