ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
ভারতের মুসলিম ক্রিকেটারকে হ'ত্যার হুমকি
ডুয়া ডেস্ক: ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে এবার ভারতের তারকা ক্রিকেটার মোহাম্মদ শামির ইমেইলে এসেছে প্রাণনাশের হুমকি। হুমকিদাতা এক কোটি রুপি মুক্তিপণও চেয়েছে। বিষয়টি সামনে আসতেই শামির বড় ভাই হাসিব আহমেদ পুলিশে অভিযোগ দায়ের করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহার সাহসপুর আলীনগরে, যেখানে শামির পরিবার বসবাস করে। শামি বর্তমানে আইপিএলে ব্যস্ত সময় পার করছেন। এজন্য গত ৪ মে তার ইমেইল অ্যাকাউন্ট খুলে জরুরি বার্তা খুঁজছিলেন তার বড় ভাই হাসিব। তখনই হুমকির ইমেইলটি চোখে পড়ে।
‘রাজপুত সিন্ধার’ নামের একটি আইডি থেকে এই হুমকি সম্বলিত ইমেইল পাঠানো হয়েছিল। সেখানে শুধু প্রাণনাশের হুমকিই নয়, দাবি করা হয় ১ কোটি রুপি মুক্তিপণও! উল্লেখ ছিল বেঙ্গালুরুর এক ব্যক্তির নাম—প্রভাকর, যাকে শামি বা তার পরিবার চিনেন না বলে জানিয়েছেন হাসিব।
পরিস্থিতির গুরুত্ব বুঝে শামির বড় ভাই দ্রুত আমরোহা পুলিশের এসপি অমিত কুমার আনন্দের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের সঙ্গে ইমেইলের প্রিন্ট কপিও জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে এসপি আনন্দ টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে নামানো হয়েছে সাইবার সেল ও ক্রাইম ব্রাঞ্চকে। অভিযুক্তের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। ইতিমধ্যেই দায়ীদের বিরুদ্ধে মামলাও রুজু হয়েছে।”
ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আগে থেকেই নানা শঙ্কা ছিল, আর শামির এই ঘটনার পর সেই শঙ্কা নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। উল্লেখ্য, এর আগে ভারতের কোচ গৌতম গম্ভীরও ইমেইলের মাধ্যমে হত্যার হুমকি পেয়েছিলেন। এখন দেখতে হবে, তদন্তে কী উঠে আসে এবং আইন-শৃঙ্খলা বাহিনী কী ব্যবস্থা নেয়।
যদিও কাশ্মিরের পেহেলগামে হামলার পর সম্প্রতি ভারতে মুসলিম বিদ্বেষ ব্যাপকহারে বেড়েছে। কাশ্মিরের মুসলমানদের পাশাপাশি ভারতের অন্যান্য অঞ্চলের মুসলমানদের ওপরও অত্যাচার ও ঘৃণা বেড়েছে। এমন পরিস্থিতিতে হুমকি পেলেন ভারতের মুসলিম এই ক্রিকেটার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ