ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
ভোটার হওয়ার বয়স ১৭ বছর হওয়া উচিত: ড. ইউনূস
ডুয়া নিউজ: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় সংলাপ-২০২৪ এর উদ্বোধনী ভাষণে তরুণদের ভোটার হওয়ার বয়স ১৭ বছর নির্ধারণের প্রস্তাব দেন। তিনি বলেন, তরুণরা পরিবর্তনের প্রতি আগ্রহী এবং দেশ ও নিজের ভবিষ্যৎ নিয়ে সচেতন।
ভিডিও বার্তার মাধ্যমে দেওয়া এই ভাষণে ড. ইউনূস দেশব্যাপী সংস্কারের লক্ষ্যে ঐক্যমতে পৌঁছানোর প্রয়োজনীয়তা উল্লেখ করেন। তিনি বলেন, নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন দেশের ভেতর বয়স নির্ধারণের নানা রকম প্রথা রয়েছে এবং নির্বাচন কমিশন এ বিষয়ে সুপারিশ করবে। চলমান সংস্কারের কাজের জন্য সকলকে একত্রিত হয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশকে একটি নতুন শক্তি প্রদান করেছে, যা দেশের ভবিষ্যতের সম্ভাবনাকে জোরদার করেছে।
প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যেক নাগরিকের সৃজনশীলতা প্রকাশের সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে সবাই সমান সুযোগ পায়। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যোদ্ধাদের শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে জানান, জনগণের ঐক্য ছাড়া কোন সংস্কার সফল হবে না।
তিনি আশা প্রকাশ করেন, সকল সংস্কার কমিশন একত্রিত হয়ে দ্রুত সমাধানে পৌঁছাতে সক্ষম হবে, যাতে নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার সুবিধা বৃদ্ধি পায়। সংলাপের মাধ্যমে সকলের মতামত গ্রহণের প্রক্রিয়ার ওপর গুরুত্ব আরোপ করেন ড. ইউনূস এবং দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনের জন্য সকল নাগরিককে আহ্বান জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ