ঢাকা, শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২
উৎপাদন বন্ধ থাকা সত্ত্বেও বীচ হ্যাচারির রহস্যজনক মুনাফা
ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীচ হ্যাচারি লিমিটেডের সাম্প্রতিক আর্থিক প্রতিবেদন নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। হঠাৎ করে বড় মুনাফা দেখানোর পরও কোম্পানিটির উৎপাদন কার্যক্রম নিয়ে বাজারে সংশয় বিদ্যমান। বিভিন্ন সূত্র ও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সরকারের জমি অধিগ্রহণের কারণে বীচ হ্যাচারির মূল উৎপাদন অনেক আগেই বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে কোম্পানির আর্থিক প্রতিবেদন ও কার্যক্রম নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
উৎপাদন বন্ধ, তবুও মুনাফা?
বাজারসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বীচ হ্যাচারির উৎপাদন কার্যক্রম বন্ধ হওয়ার পেছনে প্রধান কারণ হলো কক্সবাজারের উপকূলবর্তী এলাকায় সরকারের উন্নয়ন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ। এই কারণে হ্যাচারির অবকাঠামো ও উৎপাদন কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, উৎপাদন বন্ধ থাকা সত্ত্বেও কোম্পানিটি কীভাবে মুনাফা দেখাচ্ছে?
কারসাজির অভিযোগ ও মালিকপক্ষের সংশ্লিষ্টতা
দীর্ঘদিন ধরে বাজারে অভিযোগ রয়েছে যে, বীচ হ্যাচারির শেয়ারদর পতনের মুখে পড়লেই আর্থিক প্রতিবেদনে আকস্মিকভাবে মুনাফা দেখানো হয়। এর মাধ্যমে শেয়ারদরে কৃত্রিম উত্তেজনা সৃষ্টি করে কারসাজি করা হয় বলে অভিযোগ। অভিযোগের তীর কোম্পানির কিছু সংশ্লিষ্ট ব্যক্তির দিকে। শেয়ারবাজার বিশ্লেষকরা মনে করেন, উৎপাদন না থাকলেও যদি কাগুজে হিসাবে মুনাফা দেখানো হয়, তবে তা শেয়ারবাজারে প্রতারণার শামিল। শেয়ারদরে প্রভাব ফেলার উদ্দেশ্যে এমনটি করা হলে নিয়ন্ত্রক সংস্থার দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
ডিএসইর তদন্ত
এই প্রেক্ষাপটে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বীচ হ্যাচারির আর্থিক প্রতিবেদন ও কার্যক্রম খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে। ডিএসইর একজন কর্মকর্তা জানিয়েছেন, সন্দেহজনক লেনদেন, কোম্পানির কার্যক্রম এবং আর্থিক প্রতিবেদন ঘিরে যথেষ্ট অভিযোগ থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে তদন্ত প্রতিবেদন কবে নাগাদ জমা দেওয়া হবে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
বিনিয়োগকারীদের সতর্কতা
শেয়ারবাজার বিশ্লেষকরা বীচ হ্যাচারির মতো কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। উৎপাদন না থাকা সত্ত্বেও কৃত্রিমভাবে মুনাফা দেখিয়ে শেয়ারদরে প্রভাব ফেলার প্রবণতা বিনিয়োগকারীদের জন্য বিপদ ডেকে আনতে পারে।
বীচ হ্যাচারির শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কোনো ধরনের মৌলিক পরিবর্তন ছাড়াই কোম্পানিটির শেয়ারের দাম হঠাৎ আকাশছোঁয়া হয়ে যায়, আবার সামান্য গুজবে ভেঙে পড়ে। গত মাসে কোম্পানিটির শেয়ার দাম ১২৫ টাকায় তোলা হয়েছিল, যা গত সপ্তাহে ৫০ টাকায় নেমে এসেছে। শেয়ারবাজারে এমন রাতারাতি উত্থান-পতন বীচ হ্যাচারির শেয়ার ছাড়া অন্য কোম্পানিতে খুব কমই দেখা যায়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি