ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

হাদিকে হ'ত্যাচেষ্টা: শুটার ফয়সালের বাবা-মা গ্রেফতার, মিলল নতুন তথ্য

২০২৫ ডিসেম্বর ১৭ ১১:১৯:০৬

হাদিকে হ'ত্যাচেষ্টা: শুটার ফয়সালের বাবা-মা গ্রেফতার, মিলল নতুন তথ্য

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদের বাবা ও মাকে গ্রেফতার করেছে র‍্যাব। একইসঙ্গে ফয়সালের বোনের বাসার পাশ থেকে হত্যাচেষ্টায় ব্যবহৃত সন্দেহে ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব-১০। গ্রেফতারকৃতরা হলেন—ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির (৭০) এবং মা মোছা. হাসি বেগম (৬০)।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, ঘটনার পর শুটার ফয়সাল আগারগাঁওয়ে তার বোন জেসমিন আক্তারের বাসায় যান। সেখানে তিনি একটি কালো ব্যাগ লুকিয়ে রাখেন এবং নিজের দুটি মোবাইল ফোনের একটি ছাদ থেকে ফেলে দেন ও অন্যটি মা হাসি বেগমের কাছে জমা দেন। পরবর্তীতে ফয়সালের বাবা হুমায়ুন কবির তাকে পালিয়ে যেতে সিএনজি ভাড়া করে দেন এবং আর্থিক সহায়তা করেন। এরপর ফয়সালের বাবা-মা কেরাণীগঞ্জে তাদের ছোট ছেলের বাসায় আত্মগোপন করেন।

অন্যদিকে, র‍্যাব-২ এর একটি দল আগারগাঁওয়ে ফয়সালের বোনের বাসার পাশ থেকে দুটি ভরা ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ঘটনার দিন বিকেলে ফয়সাল ও তার সহযোগী আলমগীর ওই স্থান থেকে কিছু বের করছেন। এছাড়া ওই বাসা থেকে চেক বই, পাসপোর্ট ও বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়েছে।

এদিকে নরসিংদীতে অভিযান চালিয়ে তিনটি অস্ত্রসহ মো. ফয়সাল (২৫) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-১১। উদ্ধারকৃত অস্ত্রের সঙ্গে হাদিকে গুলির ঘটনার যোগসূত্র আছে কি না, তা ফরেনসিক পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। গ্রেফতারকৃতদের ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার বিজয়নগরে হাদিকে গুলি করা হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন। এ ঘটনায় এর আগে ফয়সালের স্ত্রী, সহযোগী ও বাইকের মালিকসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন