ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

মাসের প্রধমার্ধের পতন কাটানোর প্রত্যাাশা

২০২৫ ডিসেম্বর ১৬ ১৫:০৪:০০

মাসের প্রধমার্ধের পতন কাটানোর প্রত্যাাশা

নিজস্ব প্রতিবেদক : সূচকের পতন দিয়ে শুরু হয়েছে চলতি মাসের লেনদেন। ধারাবাহিক পতনে সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেন। একই সঙ্গে বাজার মূলধন কমেছে ৯৮০ কোটি ৫৮ লাখ ৮৮ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ১৫ দিনের বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

চলতি মাসে ১৫ দিনের মধ্যে ১২ কর্মদিবস লেনদেন হয়। এর মধ্যে ৪দিন সূচক বাড়লেও কমেছে ৮দিন। চলতি মাসের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৯১৫ পয়েন্টে। আর ১৫ দিনের ব্যবধানে সুচক কমেছে প্রায় ২৫ পয়েন্ট।

১ ডিসেম্বর সূচক ছিল প্রায় ৪ হাজার ৯১৫ পয়েন্ট। আর ১৫ ডিসেম্বর দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯০ পয়েন্ট।

আর এই ১৫ দিনে লেনদেন হয়েছে ৪ হাজার ৫২৩ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা।

মাসের শুরুতে বা প্রথম দিনে লেনদেন হয় ৪১৫ কোটি ৯০ লাখ ১৪ হাজার টাকা। আর ১৫ ডিসেম্বর যার পরিমাণ দাঁড়িয়েছে ৪১৩ কোটি ১১ লাখ ৯১ হাজার টাকা।

১৫ ডিসেম্বর পর্যন্ত বাজার মূলধন কমেছে ৯৮০ কোটি ৫৮ লাখ ৮৮ হাজার টাকা।

মাসের প্রথম দিন বাজার মূলধন ছিল ৬ লাখ ৮১ হাজার ৫৫৬ কোটি ২২ লাখ ৮ হাজার টাকা। ১৫ ডিসেম্বর যার পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৮০ হাজার ৫৭৫ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা।

বাজার সংশ্লিষ্টদের মতে, ১২ কর্মদিনে ৮ দিন পতন হলেও সূচকের কোনো অস্বাভাবিক পতন ঘটেনি। এই পতন কাটিয়ে উঠতে ১ দিনও লাগবেনা। যদি বাজার মনিটরিং করা হয় এবং বিনিয়োগকারীরা সচেতনতার সঙ্গে লেনদেন করে তবে বাজার পরিস্থিতি স্থিতিশীল হবে।

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত