ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
নন-ফাইলার ও করছাড় প্রাপ্তদের ওপর নজরদারি বাড়াবে এনবিআর

ডুয়া ডেস্ক : আয়কর রিটার্ন না-দেওয়া, কর ফাঁকি দেওয়া এবং কর অব্যাহতি সুবিধা পাওয়া ব্যক্তিদের ওপর কঠোর নজরদারির আওতায় আনার ঘোষণা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। এ লক্ষ্যেই নন-ফাইলার ও কর ছাড়প্রাপ্তদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব সংগ্রহে কর কর্মকর্তাদের জন্য আলাদা লক্ষ্যমাত্রা নির্ধারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
রোববার (৪ মে) রাজধানীর বনানীর একটি হোটেলে ‘আসন্ন বাজেটে রাজস্ব খাত ও ব্যবসা-বাণিজ্যের প্রবৃদ্ধি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। সেমিনারটি যৌথভাবে আয়োজন করে ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FICCI), ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (ICAB) এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (JBCCI)।
চেয়ারম্যান বলেন, “বছরের পর বছর বিপুল অঙ্কের কর ছাড় দেওয়া হচ্ছে। অথচ আমরা যে পরিমাণ রাজস্ব তুলতে পারি, তার সমান অর্থ শুধু কর অব্যাহতির কারণে হারাচ্ছি। এই পরিস্থিতিতে আর কর ছাড় দিয়ে টিকে থাকা সম্ভব নয়, কারণ সরকারের ওপর ঋণের চাপ বাড়ছে।”
তিনি জানান, এবার থেকে কমিশনারেট পর্যায়ে কর কর্মকর্তাদের দক্ষতা যাচাই করতে নন-ফাইলার ও রিবেটারদের কাছ থেকে রাজস্ব আহরণের জন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রা দেওয়া হবে। বর্তমানে এনবিআরের রাজস্বের ৯২ শতাংশ উৎসে কর কর্তনের (TDS) মাধ্যমে আসে, যেখানে মাত্র ৮ শতাংশ রাজস্ব আসে কর কর্মকর্তাদের সরাসরি প্রচেষ্টায়। নতুন ব্যবস্থায় কর্মকর্তাদের দায়বদ্ধতা ও পারফরম্যান্স আরও স্পষ্টভাবে প্রতিফলিত হবে।
তিনি আরও জানান, আসন্ন বাজেটে ব্যবসাবান্ধব নীতির পাশাপাশি রাজস্ব আহরণ ব্যাহত না হয়, সেদিকে নজর রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ এবং স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানির অংশীদার স্নেহাশীষ বড়ুয়া।
মাসরুর রিয়াজ বলেন, “বাংলাদেশ ব্যাংক ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনার টার্গেট নিয়েছে। তবে ৮ শতাংশের নিচে নামলেও সেটি হবে একটি বড় অর্জন। মুদ্রানীতির কড়াকড়ি সাময়িক চাপ সৃষ্টি করলেও এটি প্রয়োজনীয়।”
অন্যদিকে, স্নেহাশীষ বড়ুয়া কর এবং ভ্যাট আদায়ে সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর সম্পৃক্ততা বাড়ানোর প্রস্তাব দেন। পাশাপাশি তিনি করের টাকার ব্যয় কেমন হচ্ছে, তা সামাজিক মাধ্যমে জনগণকে জানাতে সরকারের প্রতি আহ্বান জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর