ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২
জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সরিয়ে দিলেন ট্রাম্প, দায়িত্বে রুবিও

ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে মাইক ওয়াল্টজকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার স্থানে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়েছেন দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউজ থেকে দেওয়া এক ঘোষণায় এই পরিবর্তনের কথা জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “মাইক ওয়াল্টজ জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি সবসময় আমাদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। আমি বিশ্বাস করি, নতুন ভূমিকায়ও তিনি এভাবেই নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।”
হোয়াইট হাউজ সূত্র জানিয়েছে, এদিন সকালে প্রেসিডেন্ট ওয়াল্টজকে সরাসরি এই সিদ্ধান্তের কথা জানান। জানুয়ারি মাসে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওয়াল্টজকে সরানো ট্রাম্প প্রশাসনের সবচেয়ে উল্লেখযোগ্য রদবদল বলে মনে করা হচ্ছে।
নতুন নিয়োগ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়েও তার দৃঢ় নেতৃত্ব অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, এর আগে হেনরি কিসিঞ্জার একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন রিচার্ড নিক্সনের সময়।
অব্যাহতির পর প্রতিক্রিয়ায় ওয়াল্টজ বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমাদের মহান দেশের জন্য কাজ চালিয়ে যেতে পারা আমার জন্য গর্বের বিষয়।”
জানা গেছে, গত মার্চে একটি সামরিক বার্তালাপ গ্রুপে ভুলবশত একজন সাংবাদিককে যুক্ত করার পর ওয়াল্টজের অবস্থান দুর্বল হতে শুরু করে। ওই গ্রুপে প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ছিলেন। ওয়াল্টজ নিজেই গ্রুপটি তৈরি করেছিলেন এবং এপ্রিল মাসে তিনি ঘটনার দায় স্বীকার করেন। যদিও শুরুতে তাকে দায়িত্বে রাখা হয় তবে চাপের মুখে শেষ পর্যন্ত তাকে সরিয়ে দেওয়া হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প