ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
কমেছে চালের দাম
.jpg)
ডুয়া ডেস্ক: বাজারে মিনিকেট চালের দাম কিছুটা কমেছে। খুচরা পর্যায়ে এই চালের প্রতি কেজির দাম ২ থেকে ৫ টাকা পর্যন্ত কমেছে। তবে মোটা চাল এবং সরু নাজিরশাইল চালের দামে কোনো পরিবর্তন হয়নি, তা আগের মতোই রয়েছে।
আজ বৃহস্পতিবার (০১ মে) রাজধানীর বিভিন্ন বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বর্তমানে খুচরা বাজারে ডায়মন্ড, মঞ্জুর, সাগর ও রশিদসহ বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চালের দাম কেজিতে ২ থেকে ৫ টাকা পর্যন্ত কমেছে। গত সপ্তাহে মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হয়েছিল ৯০ টাকায়, যা আজ নেমে এসেছে ৮৫ টাকায়। একইভাবে ডায়মন্ড ব্র্যান্ডের চালের দাম ৮৮ টাকা থেকে কমে ৮৫ টাকায় দাঁড়িয়েছে, আর রশিদ ব্র্যান্ডের মিনিকেট চালের দাম ৭৮ টাকা থেকে কমে ৭৬ টাকা হয়েছে।
মোজাম্মেল ব্র্যান্ডের মিনিকেট চালের দাম সবচেয়ে বেশি হারে কমেছে। এতদিন এই চালের দাম ছিল সর্বোচ্চ। গত সপ্তাহে খুচরা বাজারে এটি প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হলেও, আজ তা নেমে এসেছে ৯২ টাকায়—অর্থাৎ প্রতি কেজিতে ৮ টাকা কমেছে।
অন্যদিকে, নাজিরশাইল, ব্রি-২৮, ব্রি-২৯ ও স্বর্ণা চালের দামে কোনো পরিবর্তন হয়নি। মানভেদে বর্তমানে নাজিরশাইল চাল প্রতি কেজি ৮০ থেকে ৯৫ টাকা, ব্রি-২৮ ও ব্রি-২৯ চাল ৬০ টাকা, আর স্বর্ণা চাল ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
এক বিক্রেতা বলেন, “এখন বোরো ধানের মৌসুম চলছে। অর্থাৎ বোরো ধান থেকে যে চাল হয়, সেটি বাজারে এসেছে। সাধারণত মিনিকেট হিসেবে পরিচিত ছাঁটাই করা চালগুলো এ ধান থেকেই আসে। ফলে বাজারে নতুন মিনিকেট চালের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দামও কমেছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা