ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

ওষুধ ও রসায়ন খাতে মুনাফা বেড়েছে ১১ কোম্পানির

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ মে ০১ ১৮:০৩:৪৩
ওষুধ ও রসায়ন খাতে মুনাফা বেড়েছে ১১ কোম্পানির

ডুয়া নিউজ : দেশের শেয়রবাজার ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত ৩৪টি কোম্পানির মধ্যে এ পর্যন্ত ২৬টি কোম্পানির তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৫) ইপিএস পাওয়া গেছে। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে ইপিএস বেড়েছে ১১টি কোম্পানির। ডিএসই ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- একমি ল্যাবরেটরিজ, এম্বি ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিকন ফার্মাসিউটিক্যালস, গ্লোবাল হেভী কেমিক্যালস, ফার কেমিক্যাল, ইবনে সিনা, লিবরা ফার্মা, নাভানা ফার্মাসিউটিক্যালস, কোহিনূর কেমিক্যাল এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

একমি ল্যাবরেটরিজ

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ৭৫ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ টাকা ২৮ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৮ টাকা ৫৩ পয়সা।

এম্বি ফার্মা

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৮০ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ১৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা।

এশিয়াটিক ল্যাবরেটরিজ

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৫৯ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ২৬ পয়সা।

বিকন ফার্মাসিউটিক্যালস

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি ৯৫ পয়সা লোকসান হয়েছিল। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ১ টাকা ২৩ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৭৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ৩৮ পয়সা।

ফার কেমিক্যাল

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি ০৬ পয়সা লোকসান হয়েছিল। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ১৪ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মানে (জুলাই ২৪-মার্চ ২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪০ পয়সা। আগের বছরেরর একই সময়ে ইপিএস হয়েছিল ২৬ পয়সা।

গ্লোবাল হেভী কেমিক্যালস

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৭ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি ১৮ পয়সা লোকসান হয়েছিল।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪ পয়সা। গতবছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৪ টাকা ১৭ পয়সা।

ইবনে সিনা

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টকা ৫৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ৩১ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৫ টাকা ০২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৬ টাকা ৩২ পয়সা।

কোহিনূর কেমিক্যাল

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩ টাকা ৩৯ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস বেড়েছে ১ টাকা ১৬ পয়সা।

প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৪৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৮ টাকা ৯০ পয়সা।

লিবরা ফার্মা

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টকা ৩৭ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৫ টাকা ৬৯ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৬ টাকা ৪৪ পয়সা।

নাভানা ফার্মাসিউটিক্যালস

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৪৯ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩ টাকা ৯ পয়সা।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ৬ টাকা ৮৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৫ টাকা ৫৫ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ২১ টাকা ১৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১৮ টাকা ২৪ পয়সা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত