ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক: লোকসানের নতুন রেকর্ড

২০২৫ ডিসেম্বর ১৪ ১৭:৫৯:৩৫

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক: লোকসানের নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের নতুন ও কঠোর প্রভিশন নীতির বাস্তবায়নে দেশের ব্যাংক খাতে বড় ধরনের আর্থিক চিত্র উন্মোচিত হতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক–এর সংশোধিত আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে নজিরবিহীন লোকসানের তথ্য, যেখানে ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ব্যাংকটি প্রায় ৫৭ হাজার ৫৭৬ কোটি টাকার বিশাল ঘাটতি দেখিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় পূর্বের ডেফারেল সুবিধা প্রত্যাহার হওয়ায় ব্যাংকটির প্রকৃত আর্থিক অবস্থার প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর'২৫) সংশোধিত অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৪৬২ টাকা ৫৭ পয়সা। যেখানে ২০২৪ সালের একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান ছিল ২৬ পয়সা।

চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর'২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৪৭৬ টাকা ৫৭ পয়সা। যেখানে আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৪৮ পয়সা।

ব্যাংক সূত্র জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংক ২০২৫ সালের ২৫ নভেম্বর পাঠানো এক চিঠিতে পূর্বে দেওয়া ডেফারেল সুবিধা প্রত্যাহার করে নেয়। ওই সুবিধার আওতায় এতদিন প্রভিশন ঘাটতি সমন্বয় না করেই আর্থিক প্রতিবেদন তৈরি করা সম্ভব ছিল। তবে নতুন নির্দেশনায় জানানো হয়, প্রয়োজনীয় প্রভিশন সমন্বয় শেষে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিক ও পরবর্তী সময়ের আর্থিক প্রতিবেদন প্রস্তুত করতে হবে।

সংশোধিত হিসাবে দেখা যায়, ২০২৫ সালের প্রথম তিন প্রান্তিক অর্থাৎ জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ২৩ টাকা ৮৪ পয়সা। আগের অর্থবছর একই সময়ে যা ছিল মাইনাস ২৭ টাকা ১৬ পয়সা।

এদিকে, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট দায় দাঁড়িয়েছে ৪৬০ টাকা ১৮ পয়সায়। এক বছর আগে যেখানে সমন্বিত নিট সম্পদমূল্য ছিল ২০ টাকা ৬৬ পয়সা।

জুয়েল/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত