ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন সিইসি নাসির উদ্দীন
.jpg)
ডুয়া ডেস্ক: ২০২৫ সালের সেপ্টেদের আগে ভোটার তালিকা প্রণয়ন ও রাজনৈতিক দলের নিবন্ধনের কাজ সম্পন্ন করে নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি জানিয়েছেন, আগামী বছরের ডিসেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং এ লক্ষ্যে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।
একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকারের সময় সিইসি বলেন, বর্তমান সরকারের ওপর সাধারণ মানুষের প্রত্যাশা অত্যন্ত উচ্চ। একইভাবে নির্বাচন কমিশনের ওপরও মানুষের প্রত্যাশা রয়েছে। তিনি উল্লেখ করেন, নির্বাচন ভণ্ডুল বা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই; মানুষ নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেখে কমিশনের পক্ষে দাঁড়াবে।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন আসার আগেই ভোটার তালিকা চূড়ান্তকরণ এবং সীমানা পুননির্ধারণের কাজ শুরু হয়েছে। তবে তিনি স্বীকার করেছেন, ভুয়া ভোটার, নতুন ভোটার অন্তর্ভুক্তি এবং সীমানা পুননির্ধারণের মধ্যে জটিলতা নিরসন কঠিন হবে। একই সঙ্গে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য যাচাই-বাছাইকেও চ্যালেঞ্জ হবে বলে জানান সিইসি।
তিনি আরও বলেন, যদি কারও বয়স ১৮ বছর হয়ে থাকে এবং আমরা সময়মতো সিদ্ধান্ত নিতে না পারি তবে ভোটার তালিকা তৈরি কঠিন হয়ে যায়। মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য জনসাধারণের চাহিদা রয়েছে। তাই ভোটার তালিকা তৈরি করাটা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ।
সিইসি জোর দিয়ে বলেন, জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী এবং ডিসি-এসপি নিরপেক্ষভাবে কাজ করবে, কারণ এখন তাদের ওপর পূর্বের মতো চাপ নেই। অতীতে নির্বাচন পরিচালনার প্রেক্ষিতে তাদের ওপর ব্যাপক চাপ প্রয়োগ করা হতো, কিন্তু বর্তমানে তারা স্বাধিকারভিত্তিক কর্মকান্ডে নিয়োজিত থাকতে পারছে।
তিনি নিশ্চিত করেছেন যে, নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটের আগেই ব্যাপক রদবদল সম্ভব বলেও তিনি ইঙ্গিত দেন এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিতে সব পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান।
উল্লেখ্য, চলতি বছরের ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিতর্কিত ওই নির্বাচনের পর সাত মাসের মধ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হন। পরবর্তী সময়ে আগস্টে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হলে ২১ নভেম্বর নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত