ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২
বাংলাদেশকে সাড়ে ১০ হাজার কোটি টাকা দেবে বিশ্বব্যাংক
ডুয়া ডেস্ক: বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার আধুনিকায়নের জন্য বাংলাদেশকে ৮৫ কোটি মার্কিন ডলার (প্রায় ১০,৩৭০ কোটি টাকা, যেখানে প্রতি ডলার ধরা হয়েছে ১২২ টাকা) ঋণ দেবে বিশ্বব্যাংক। এই অর্থ দুটি বড় প্রকল্পে ব্যয় করবে বাংলাদেশ সরকার।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে এই ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে এতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন। উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং দক্ষিণ এশিয়ার জন্য বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার।
ঋণের অর্থ মূলত দুটি প্রকল্পে ব্যয় হবে:
১. বে-টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট
এই প্রকল্পে ব্যয় হবে ৬৫ কোটি ডলার। এর মাধ্যমে গভীর সমুদ্র বন্দরের অবকাঠামো ও সক্ষমতা বাড়ানো হবে। ফলে পোর্টে জাহাজ হ্যান্ডলিংয়ের দক্ষতা বৃদ্ধি পাবে, সময় ও পরিবহন ব্যয় কমবে এবং রপ্তানি বাণিজ্যে গতি আসবে। উন্নত অবকাঠামো বড় জাহাজ গ্রহণে সক্ষমতা বাড়াবে, আঞ্চলিক ও বৈশ্বিক বাজারের সঙ্গে সংযোগ আরও শক্তিশালী হবে। প্রকল্পটি নারী উদ্যোক্তা এবং নারী কর্মীদের অংশগ্রহণ বাড়াতেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
২. এসএসপিআইআরআইটি (SSPIRIT) প্রকল্প
২০ কোটি ডলার ব্যয়ে বাস্তবায়ন হবে ‘স্ট্রেন্থেনিং সোশ্যাল প্রোটেকশন ফর ইম্প্রুভড রেজিলিয়েন্স, ইনক্লুশন, অ্যান্ড টার্গেটিং’ প্রকল্প। এর মাধ্যমে দেশের সামাজিক সুরক্ষা কাঠামো আধুনিকীকরণ করা হবে। প্রায় ৪৫ লাখ মানুষ সরাসরি নগদ অর্থ ও জীবিকার সহায়তা পাবে। অগ্রাধিকার পাবে নারী, যুব, প্রতিবন্ধী এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকার জনগণ।
প্রকল্পটির মাধ্যমে একটি আধুনিক ন্যাশনাল ডায়নামিক সোশ্যাল রেজিস্ট্রি তৈরি করা হবে, যা প্রকৃত সুবিধাভোগীদের সঠিকভাবে চিহ্নিত করতে সহায়তা করবে। দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরির সহায়তা, ক্ষুদ্রঋণ এবং পরামর্শের মাধ্যমে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইআরডির সচিব শাহরিয়ার সিদ্দিকী বলেন, “বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারিত্ব দীর্ঘস্থায়ী এবং উন্নয়ন আকাঙ্ক্ষা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”বিশ্বব্যাংকের গেইল মার্টিন বলেন, “বাংলাদেশের কর্মক্ষম যুব জনগোষ্ঠীর জন্য মানসম্মত কর্মসংস্থান তৈরি করতে হবে। এই অর্থায়ন বাণিজ্য সক্ষমতা বাড়িয়ে এবং সমাজের দুর্বল শ্রেণির জন্য নিরাপত্তা জোরদার করে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)