ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল
ডুয়া ডেস্ক: ভারতের সংসদে পাস হওয়া ‘ওয়াকফ আইন সংশোধনী বিল-২০২৫’ বাতিল ও দেশটিতে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল বের করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর ২টা ২৩ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন দলটির আমির মাওলানা মামুনুল হক। তার সঙ্গে ছিলেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির, অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক দলীয় সমর্থক।
এর আগে গণমিছিল উপলক্ষে প্রকাশিত লিফলেটে সংগঠনটি জানায়, ভারতে প্রায় ২৫ কোটি মুসলমান বাস করেন, যাদের প্রতি দেশভাগ পরবর্তী সময় থেকেই চলমান বঞ্চনা ও নিপীড়নের মাত্রা দিনদিন বেড়েই চলেছে। বর্তমান বিজেপি সরকারের আমলে এই নির্যাতন আরও বহুমাত্রিক ও রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে।
লিফলেটে আরও বলা হয়, সম্প্রতি ভারতের সংসদে যে ওয়াকফ সংশোধনী বিল পাস হয়েছে, তা মুসলমানদের ধর্মীয় সম্পত্তির ওপর রাষ্ট্রীয় হস্তক্ষেপের পথ উন্মুক্ত করেছে। বিলটিতে ওয়াকফ বোর্ডের গঠনতন্ত্রে পরিবর্তন এনে অমুসলিমদের অন্তর্ভুক্তির সুযোগ রাখা হয়েছে এবং কোন সম্পত্তি ‘ওয়াকফ’ হিসেবে গণ্য হবে, তা নির্ধারণের ক্ষমতা সরকারকে দেওয়া হয়েছে। এটি মুসলিম সমাজকে দুর্বল করার একটি পরিকল্পিত পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে সংগঠনটি।
তথ্য অনুযায়ী, ভারতে প্রায় ৯ লাখ ওয়াকফ সম্পত্তি রয়েছে, যার জমির পরিমাণ প্রায় ১০ লাখ একর। এই সম্পদের মূল্য আনুমানিক ১৫০০ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় সেনাবাহিনী ও রেলওয়ের পর তৃতীয় বৃহত্তম ভূমির মালিকানা ওয়াকফের।
বাংলাদেশ সরকারকে উদ্দেশ করে খেলাফত মজলিসের দাবি, ভারতীয় মুসলমানদের উপর চলমান নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে কোনো কার্যকর অবস্থান দেখা যাচ্ছে না। বিপরীতে, ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা প্রচার চালানো হচ্ছে। বাংলাদেশের একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসেবে, নিকট প্রতিবেশী মুসলিম জনগোষ্ঠীর পক্ষে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করে সংগঠনটি।
তারা আরও প্রশ্ন তোলে, মসজিদ ধ্বংস, নামাজে বাধা, হিজাব নিষিদ্ধ, দাঙ্গা, হত্যা, ব্যবসা-প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা, এবং নতুন ওয়াকফ আইন—এসবের প্রেক্ষিতে বাংলাদেশের মুসলমানরা আর কতদিন নীরব থাকবে?
চাইলে এই সংবাদের আরও সংক্ষিপ্ত বা সামাজিক মাধ্যম উপযোগী ভার্সনও করে দিতে পারি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম দিনের খেলা শেষ, দেখুন স্কোর
- ভারত বনাম বাংলাদেশ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ :জানুন সময়সূচি-সরাসরি(LIVE) দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ব্রাজিল বনাম সেনেগাল: ৯০ মিনিটের ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল: লাইভ দেখার উপায়-সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ২য় টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- আজ বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: বিস্তারিত-যেভাবে দেখবেন LIVE
- শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, দেখুন ফলাফল-LIVE
- ভারত বনাম বাংলাদেশ: শুরুতেই লিড নিল হামজারা, সরাসরি দেখুন এখানে(LIVE)
- চলছে ব্রাজিল বনাম তিউনিসিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ আজ: ভারত থেকে খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)