ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২
ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল

ডুয়া ডেস্ক: ভারতের সংসদে পাস হওয়া ‘ওয়াকফ আইন সংশোধনী বিল-২০২৫’ বাতিল ও দেশটিতে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল বের করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর ২টা ২৩ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন দলটির আমির মাওলানা মামুনুল হক। তার সঙ্গে ছিলেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির, অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক দলীয় সমর্থক।
এর আগে গণমিছিল উপলক্ষে প্রকাশিত লিফলেটে সংগঠনটি জানায়, ভারতে প্রায় ২৫ কোটি মুসলমান বাস করেন, যাদের প্রতি দেশভাগ পরবর্তী সময় থেকেই চলমান বঞ্চনা ও নিপীড়নের মাত্রা দিনদিন বেড়েই চলেছে। বর্তমান বিজেপি সরকারের আমলে এই নির্যাতন আরও বহুমাত্রিক ও রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে।
লিফলেটে আরও বলা হয়, সম্প্রতি ভারতের সংসদে যে ওয়াকফ সংশোধনী বিল পাস হয়েছে, তা মুসলমানদের ধর্মীয় সম্পত্তির ওপর রাষ্ট্রীয় হস্তক্ষেপের পথ উন্মুক্ত করেছে। বিলটিতে ওয়াকফ বোর্ডের গঠনতন্ত্রে পরিবর্তন এনে অমুসলিমদের অন্তর্ভুক্তির সুযোগ রাখা হয়েছে এবং কোন সম্পত্তি ‘ওয়াকফ’ হিসেবে গণ্য হবে, তা নির্ধারণের ক্ষমতা সরকারকে দেওয়া হয়েছে। এটি মুসলিম সমাজকে দুর্বল করার একটি পরিকল্পিত পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে সংগঠনটি।
তথ্য অনুযায়ী, ভারতে প্রায় ৯ লাখ ওয়াকফ সম্পত্তি রয়েছে, যার জমির পরিমাণ প্রায় ১০ লাখ একর। এই সম্পদের মূল্য আনুমানিক ১৫০০ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় সেনাবাহিনী ও রেলওয়ের পর তৃতীয় বৃহত্তম ভূমির মালিকানা ওয়াকফের।
বাংলাদেশ সরকারকে উদ্দেশ করে খেলাফত মজলিসের দাবি, ভারতীয় মুসলমানদের উপর চলমান নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে কোনো কার্যকর অবস্থান দেখা যাচ্ছে না। বিপরীতে, ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা প্রচার চালানো হচ্ছে। বাংলাদেশের একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসেবে, নিকট প্রতিবেশী মুসলিম জনগোষ্ঠীর পক্ষে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করে সংগঠনটি।
তারা আরও প্রশ্ন তোলে, মসজিদ ধ্বংস, নামাজে বাধা, হিজাব নিষিদ্ধ, দাঙ্গা, হত্যা, ব্যবসা-প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা, এবং নতুন ওয়াকফ আইন—এসবের প্রেক্ষিতে বাংলাদেশের মুসলমানরা আর কতদিন নীরব থাকবে?
চাইলে এই সংবাদের আরও সংক্ষিপ্ত বা সামাজিক মাধ্যম উপযোগী ভার্সনও করে দিতে পারি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, সরাসরি দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- দুই বছরের ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা
- নয় কোম্পানির শেয়ারে মুভিং এভারেজ,ম্যাকডি, এঙ্গালফিং বাই সিগনাল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৬ কোম্পানি
- বিএসইসি-ডিএসই’র নাকের ডগায় লোকসানি শেয়ার নিয়ে কারসাজি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইবনে সিনা ফার্মা
- শেয়ারবাজার বিনিয়োগকারীদের প্রতারণার চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- চূড়ান্ত অনুমোদনের পথে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- দু্ই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার নিয়ে অর্থনীতির দুই শীর্ষ নেতার কড়া সমালোচনা
- ১৪ প্রতিষ্ঠান রদবদলে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা অন্ধকারে, বাড়ছে আতঙ্ক
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ বেড়েছে ৪ কোম্পানিতে
- মুনাফা কমেছে জুতাশিল্পের দুই জায়ান্টের