ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২
নতুন রঙ আবিষ্কার
যে রঙ এখন পর্যন্ত দেখেছেন মাত্র ৫ জন

ডুয়া ডেস্ক: বিজ্ঞানীরা সম্প্রতি নতুন একটি রঙ আবিষ্কারের দাবি করেছেন, যার নাম রাখা হয়েছে ‘ওলো’। গত শুক্রবার প্রকাশিত বিজ্ঞানভিত্তিক সাময়িকী সায়েন্স অ্যাডভান্সেস-এ প্রকাশিত এক গবেষণায় এই তথ্য জানানো হয়।
গবেষকরা জানিয়েছেন, এ পর্যন্ত মাত্র পাঁচজন মানুষ এই নতুন রঙটি প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন।
বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন একটি রঙ আবিষ্কার করেছেন যা মানব চোখ আগে কখনও দেখেনি। এই রঙকে ময়ূরের নীল কিংবা গাঢ় সবুজের সঙ্গে তুলনা করা হলেও গবেষকদের মতে এর গভীরতা এতটাই প্রগাঢ় যে তা প্রচলিত রঙের সীমা ছাড়িয়ে গেছে।
গবেষকরা জানায়, এই অনন্য রঙ শুধুমাত্র রেটিনার ওপর নির্দিষ্ট লেজার প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে দেখা যায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এই রঙ দেখার জন্য গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের চোখে লেজারের পালস ছোঁড়া হয়েছিল, যার ফলে তাদের সাধারণ রঙ দেখার ক্ষমতা স্বাভাবিক সীমার বাইরে চলে যায়।
বিজ্ঞানীদের মতে, এ ধরনের আবিষ্কার আমাদের দৃষ্টিশক্তির সীমা ও মানব মস্তিষ্কের রঙ উপলব্ধির জটিলতা নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রেন এনজি বলেন, "আমরা শুরু থেকেই ধারণা করেছিলাম যে এটি একধরনের অভূতপূর্ব রঙের সংকেত হবে। কিন্তু আমরা জানতাম না মস্তিষ্ক এর সঙ্গে কী করবে। এটা ছিল চমকে দেওয়ার মতো। এটা অত্যন্ত গভীর।"
গবেষকরা একটি ফিরোজা রঙের বর্গক্ষেত্রের ছবি শেয়ার করেছেন, যাতে বোঝানো যায় এই নতুন রঙটি দেখতে কেমন হতে পারে। তবে তারা স্পষ্ট করেছেন, এই ছবিটি কেবল একটি অনুমান—আসল রঙের গভীরতা, উজ্জ্বলতা কিংবা অভিজ্ঞতা এতে পুরোপুরি ধরা পড়ে না।
এই রঙ কি আমরা সাধারণ জীবনে দেখতে পাব? এমন প্রশ্নে গবেষকদের উত্তর স্পষ্ট—না, এই রঙ শুধুমাত্র বিশেষ লেজার প্রযুক্তির মাধ্যমে রেটিনায় প্রয়োগ করলেই দেখা সম্ভব, তাই দৈনন্দিন চোখে এটি দেখা যাবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে
- ব্যাংকিং খাতে এমডিদের পদত্যাগের ঢেউ: সুশাসনের সংকট স্পষ্ট