ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২
আইএমএফের কিস্তি অনিশ্চিত, তবে মরিয়া নয় বাংলাদেশ: অর্থ উপদেষ্টা

ডুয়া ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণের পরবর্তী কিস্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও বাংলাদেশ এখনো মরিয়া নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “আইএমএফের টাকা না পেলেও দেশ চলবে, তবে পেলে ভালো হয়।”
ওয়াশিংটনে আসন্ন বিশ্বব্যাংক-আইএমএফ বসন্তকালীন সম্মেলনে অংশ নিতে রোববার (২১ এপ্রিল) যুক্তরাষ্ট্র যাচ্ছেন অর্থ উপদেষ্টা। সেখানে আইএমএফসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি। লক্ষ্য—ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের বিষয়ে অগ্রগতি নিশ্চিত করা।
তিনি বলেন, বাজেট ঘোষণার আগেই আমরা আইএমএফের কাছ থেকে অর্থ ছাড়ের প্রতিশ্রুতি চাইছি। আগামী ২ জুন প্রস্তাবিত বাজেট ঘোষণার পরপরই কিস্তি ছাড়ে সবুজ সংকেত আশা করছি।
উল্লেখ্য, ২০২৩ সালে আইএমএফ বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের একটি ঋণ প্যাকেজ অনুমোদন করে, যা ছয় কিস্তিতে দেওয়ার কথা ছিল। এর মধ্যে তিনটি কিস্তি ইতোমধ্যে ছাড় করা হয়েছে, তবে চতুর্থ ও পঞ্চম কিস্তি নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। সম্প্রতি দুই সপ্তাহের ঢাকা সফর শেষে আইএমএফ প্রতিনিধিদল দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেও কিস্তি ছাড়ের বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা দেয়নি।
এদিকে, এনবিআরকে (জাতীয় রাজস্ব বোর্ড) দুই ভাগ করার উদ্যোগকে আইএমএফ একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে বলে জানিয়েছেন সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “রাজস্ব বোর্ড বিকেন্দ্রীকরণ, রিজার্ভ স্থিতিশীলতা, জ্বালানি খাতে সমন্বয়সহ বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপে সন্তোষ জানিয়েছে আইএমএফ। তবে খাদ্য ও কৃষি খাতে ভর্তুকি হঠাৎ করে কমানো সম্ভব নয়, এ বিষয়ে আমাদের আপত্তি রয়েছে।”
ওয়াশিংটন সফরে অর্থ উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গেও বৈঠক করবে। সফর শেষে ২৯ এপ্রিল তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে