ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২
আইএমএফের কিস্তি অনিশ্চিত, তবে মরিয়া নয় বাংলাদেশ: অর্থ উপদেষ্টা
ডুয়া ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণের পরবর্তী কিস্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও বাংলাদেশ এখনো মরিয়া নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “আইএমএফের টাকা না পেলেও দেশ চলবে, তবে পেলে ভালো হয়।”
ওয়াশিংটনে আসন্ন বিশ্বব্যাংক-আইএমএফ বসন্তকালীন সম্মেলনে অংশ নিতে রোববার (২১ এপ্রিল) যুক্তরাষ্ট্র যাচ্ছেন অর্থ উপদেষ্টা। সেখানে আইএমএফসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি। লক্ষ্য—ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের বিষয়ে অগ্রগতি নিশ্চিত করা।
তিনি বলেন, বাজেট ঘোষণার আগেই আমরা আইএমএফের কাছ থেকে অর্থ ছাড়ের প্রতিশ্রুতি চাইছি। আগামী ২ জুন প্রস্তাবিত বাজেট ঘোষণার পরপরই কিস্তি ছাড়ে সবুজ সংকেত আশা করছি।
উল্লেখ্য, ২০২৩ সালে আইএমএফ বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের একটি ঋণ প্যাকেজ অনুমোদন করে, যা ছয় কিস্তিতে দেওয়ার কথা ছিল। এর মধ্যে তিনটি কিস্তি ইতোমধ্যে ছাড় করা হয়েছে, তবে চতুর্থ ও পঞ্চম কিস্তি নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। সম্প্রতি দুই সপ্তাহের ঢাকা সফর শেষে আইএমএফ প্রতিনিধিদল দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেও কিস্তি ছাড়ের বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা দেয়নি।
এদিকে, এনবিআরকে (জাতীয় রাজস্ব বোর্ড) দুই ভাগ করার উদ্যোগকে আইএমএফ একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে বলে জানিয়েছেন সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “রাজস্ব বোর্ড বিকেন্দ্রীকরণ, রিজার্ভ স্থিতিশীলতা, জ্বালানি খাতে সমন্বয়সহ বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপে সন্তোষ জানিয়েছে আইএমএফ। তবে খাদ্য ও কৃষি খাতে ভর্তুকি হঠাৎ করে কমানো সম্ভব নয়, এ বিষয়ে আমাদের আপত্তি রয়েছে।”
ওয়াশিংটন সফরে অর্থ উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গেও বৈঠক করবে। সফর শেষে ২৯ এপ্রিল তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- আগামীকাল IPL নিলাম ২০২৬ : যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আইপিএল নিলাম: দেখুন এখন পর্যন্ত দল পেলেন যারা-বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থান