ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

বৃহস্পতিবারের শেয়ারবাজারে দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ এপ্রিল ১৭ ১৫:০৪:২১
বৃহস্পতিবারের শেয়ারবাজারে দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

ডুয়া ডেস্ক : আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সপ্তাহের চতুর্থ কার্যদিবস প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া মোট ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৪টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে।

সবচেয়ে বেশি দর বৃদ্ধি হয়েছে মিডল্যান্ড ব্যাংকের শেয়ারে। ব্যাংকটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৪০ পয়সা বেড়েছে, যা শতাংশ হিসেবে ৮ দশমিক ৫৮ শতাংশ। এ কারণে কোম্পানিটি আজকের দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে রয়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক (ইউসিবি)। এর শেয়ারের দর ৮০ পয়সা বেড়েছে, যা ৮ দশমিক ০৮ শতাংশ হারে বৃদ্ধি।

তৃতীয় স্থানে রয়েছে এনআরবি ব্যাংক। কোম্পানিটির শেয়ার আগের দিনের তুলনায় ৯০ পয়সা বেড়েছে, দর বৃদ্ধির হার ৭ দশমিক ২০ শতাংশ।

এছাড়াও আজকের দর বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির মধ্যে রয়েছে: দেশ জেনারেল ইন্সুরেন্সের ৬ দশমিক ৩৯ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪ দশমিক ৬৫ শতাংশ, ইউনিয়ন ইন্সুরেন্সের ৪ দশমিক ৬৪ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৪ দশমিক ৪৪ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪ দশমিক ০৮ শতাংশ, মোজাফ্ফর হোসাইন স্পিনিং মিলসের ৩ দশমিক ৬৭ শতাংশ এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ৬৩ শতাংশ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

উত্তাল শিক্ষার্থীরা, অবরোধ মহাসড়ক

উত্তাল শিক্ষার্থীরা, অবরোধ মহাসড়ক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন নাগরিকরা একত্রিত হয়ে শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড... বিস্তারিত