ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

ভারত-চীন সম্পর্কের নতুন বার্তা

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ এপ্রিল ১৬ ১৫:১৭:০৮
ভারত-চীন সম্পর্কের নতুন বার্তা

ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বড় পদক্ষেপ নিল চীন। চলতি বছরে মাত্র তিন মাসের মধ্যেই প্রায় ৮৫ হাজার ভারতীয় নাগরিককে ভিসা দিয়েছে দেশটি, যা নজিরবিহীন বলে মনে করছেন বিশ্লেষকরা।

চীনে নিযুক্ত রাষ্ট্রদূত সু ফেইহং এক্স (সাবেক টুইটার)-এ এক বার্তায় লেখেন, “আমরা চাই আরও বেশি ভারতীয় বন্ধু চীনে আসুন এবং আমাদের উন্মুক্ত, নিরাপদ ও প্রাণবন্ত সংস্কৃতির সঙ্গে পরিচিত হোন।”

ভারতীয়দের জন্য একাধিক বিশেষ ছাড়

ভারতীয় নাগরিকদের চীনে যাওয়া সহজ করতে ভিসা প্রক্রিয়ায় একাধিক পরিবর্তন এনেছে বেইজিং। এখন থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সরাসরি দূতাবাস বা কনসুলেটে গিয়ে ভিসা আবেদন করা যাবে। স্বল্পমেয়াদী সফরের ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য দিতে হবে না। ভিসা ফি আগের তুলনায় অনেকটাই কমানো হয়েছে। ব্যবসায়িক ও পর্যটন—দুই ক্ষেত্রেই কম সময়ে ভিসা প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।

এছাড়া ভারতীয় পর্যটকদের আকর্ষণ করতে বিভিন্ন শহর ও উৎসব কেন্দ্রিক বিশেষ ট্যুর প্যাকেজ ও প্রচারাভিযান শুরু করেছে চীনের দূতাবাস ও কনস্যুলেটগুলো।

উত্তপ্ত সীমান্ত, তবু সম্পর্ক উন্নয়নের বার্তা:

লাদাখের গালওয়ান সংঘর্ষের পর ভারত-চীন সম্পর্কের মধ্যে যথেষ্ট টানাপোড়েন তৈরি হয়। যদিও কোভিড-পরবর্তী সময়ে কিছুটা উত্তেজনা প্রশমিত হয়, তবুও লাদাখ ও অরুণাচলে এখনো সীমান্ত উত্তেজনা বজায় রয়েছে।

এই প্রেক্ষাপটে চীনের এমন বন্ধুত্বপূর্ণ উদ্যোগকে কূটনৈতিক মহল সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের ছায়া:

একই সময় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে তীব্র বাণিজ্য যুদ্ধ। মার্কিন প্রশাসন চীনা পণ্যের উপর সর্বোচ্চ ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার পাল্টা জবাবে চীনও মার্কিন পণ্যের উপর ১২৫ শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়েছে।

চীনের দূতাবাসের মুখপাত্র ইউ জিং বলেন, “চীন ও ভারতের অর্থনৈতিক সম্পর্ক একে অপরের পরিপূরক। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির মোকাবিলায় দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে।” তিনি আরও যোগ করেন, “এই শুল্ক-যুদ্ধে কারও জয় বা হার নেই।”

বিশেষজ্ঞদের মত:

বিশেষজ্ঞদের মতে, চীনের এই সদিচ্ছা ভারত-চীন সম্পর্কের বরফ গলাতে ভূমিকা রাখতে পারে। যদিও সীমান্ত উত্তেজনা এখনো পুরোপুরি কাটেনি, তবে এই উদ্যোগ দুই দেশের মধ্যে আস্থা ও সহযোগিতার পরিবেশ তৈরি করতে সহায়ক হতে পারে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাবিতে অদম্য-২৪ স্মৃতিস্তম্ভ উদ্বোধন

জাবিতে অদম্য-২৪ স্মৃতিস্তম্ভ উদ্বোধন

দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ণ ও... বিস্তারিত