ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২
মেস থেকে উদ্ধার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর বিনোদপুর বাজারের বেতার মাঠ সংলগ্ন লেবুবাগান এলাকার ‘বাদশা মেস’ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত ছাত্রীর নাম লামিসা নওরীন পুষ্পিতা (২১)। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এবং জুলাই-৩৬ হলের অনাবাসিক শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, লামিসার বাড়ি ঝিনাইদহ জেলায়। তাঁর বাবার নাম কুদরত উল্লাহ বিপ্লব।
প্রত্যক্ষদর্শী ও সহপাঠীরা জানান, বিকেলে মেসে নিজ কক্ষে আত্মহত্যার চেষ্টা করেন লামিসা। পাশের কক্ষের ছাত্রীরা বিষয়টি টের পেয়ে দ্রুত কক্ষের দরজা ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করেন। এরপর তাৎক্ষণিকভাবে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি।
মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছায়। বর্তমানে মরদেহটি রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ইতোমধ্যে লামিসার বাবাকে খবর দেওয়া হয়েছে এবং তাঁরা ঝিনাইদহ থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছেন।
পুলিশ আরও জানিয়েছে, পরিবার এলে মরদেহের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বছরের শেষ দিনে এমন মর্মান্তিক ঘটনায় বিশ্ববিদ্যালয় ও বিনোদপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শুরু: দেখুন সরাসরি (LIVE)
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী বনাম নোয়াখালীর শ্বাসরুদ্ধ ম্যাচটি শেষ-জানুন ফলাফল
- নোয়াখালী বনাম চট্টগ্রাম: জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: দেখুন সরাসরি (LIVE)
- রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- ২০২৬ বিপিএল: কবে, কখন, কোথায়-জানুন পূর্ণাঙ্গ সময়সূচি
- দুবাই ক্যাপিটালস বনাম এমআই ইমিরেটস-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- রংপুর বনাম চট্টগ্রামের জমজমাট ম্যাচটি শেষ: জেনে নিন ফলাফল
- আজ থেকে টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস