ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২
মাদারীপুরে ১৪৪ ধারা জারি

ডুয়া নিউজ: মাদারীপুরের রাজৈর উপজেলায় চলমান সহিংস পরিস্থিতির প্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
আজ সোমবার (১৪ এপ্রিল) দুপুরে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক এক লিখিত আদেশে এই নির্দেশনা জারি করেন।
আদেশে উল্লেখ করা হয়, প্রায় ৭ দিন যাবত রাজৈর বাজার সংলগ্ন পশ্চিম রাজৈর ও বদরপাশা গ্রামের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিত বিরতীতে দেশীয় অস্ত্রসহ মারামারি, ইটপাটকেল নিক্ষেপ ও অস্ত্র প্রদর্শনী বিভিন্ন দাঙ্গা–হাঙ্গামা চলছে। এ সকল আইনশৃঙ্খলা বিনষ্টকারী এবং শান্তি–শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনে ফৌজদারী কার্যবিধি মতে ১৪৪ ধারা জারি করা হলো। এ মোতাবেক রাজৈর বাজার, পশ্চিম রাজৈর, বদরপাশা ও গোপালগঞ্জ গ্রামে এক বা একাধিক ব্যক্তি চলাফেরা, সভা-সমাবেশ, শোভাযাত্রা, মাইকের ব্যবহার, লাঠিসোঁটা বা যেকোনো প্রকারের আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়।
রাজৈর ইউএনও মাহফুজুল হক জানান, “দুই গ্রামের মধ্যে যেকোনো সময় আবারও সংঘর্ষের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ আদেশ অমান্য করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সংঘর্ষের পটভূমিগত ২ এপ্রিল পশ্চিম রাজৈর গ্রামের ফুচকা ব্রিজ এলাকায় বাজি ফোটানোকে কেন্দ্র করে বদরপাশা গ্রামের জুনায়েদ আকন ও জোবায়ের খানের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে সংঘর্ষ শুরু হয়। এর জেরে ৩ এপ্রিল জোবায়ের খানকে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়। এরপর তার ভাই অনিক খান রাজৈর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই গ্রামে।
১২ এপ্রিল রাত থেকে শুরু হওয়া ধারাবাহিক সংঘর্ষে দেশীয় অস্ত্র, ককটেল বিস্ফোরণ, দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পুলিশ, প্রশাসন ও সাধারণ মিলিয়ে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
১৩ এপ্রিল রাতেও উসকানিমূলক কথাবার্তার জেরে দুই পক্ষ ফের সংঘর্ষে জড়ায়। পুলিশের দুটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব যৌথভাবে কাজ করছে। রাজৈর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মাথাব্যথার ১১ শেয়ার
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা