ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
৪৪-৪৭তম বিসিএস নিয়ে পিএসসির নতুন পরিকল্পনা
.jpg)
ডুয়া নিউজ: ৪৪তম থেকে ৪৭তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে নির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আজ রবিবার (১৩ এপ্রিল) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ পরিকল্পনার কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে কতিপয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় চলমান বিভিন্ন বিসিএস পরীক্ষা সম্পর্কে ভিত্তিহীন ও খণ্ডিত তথ্য সরবরাহ করছে, যা বিসিএস পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে এবং পরীক্ষার্থীদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটাচ্ছে। এমতাবস্থায় পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সব মহলের মধ্যে থাকা এসব বিভ্রান্তি দূর করার লক্ষ্যে নিম্নলিখিত তথ্য উপস্থাপন করছে।
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়সমূহ ৮ মে থেকে ১৯ মে’র মধ্যে অনুষ্ঠিত হবে। পদসংশ্লিষ্ট বিষয়গুলোর পরীক্ষা সম্ভাব্যভাবে জুনের শেষ সপ্তাহে শুরু হয়ে ৭ জুলাইয়ের মধ্যে শেষ করা হবে।
৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা ২২ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত চলবে। তবে যেসব প্রার্থী ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন, তাদের মৌখিক পরীক্ষা এই সময়ের জন্য স্থগিত থাকবে। স্থগিত থাকা মৌখিক পরীক্ষাগুলো ১৬ জুনের পর দ্রুত সম্পন্ন করা হবে। নতুন সময়সূচি শিগগিরই জানিয়ে দেওয়া হবে।
পিএসসির পরিকল্পনা অনুযায়ী, ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল জুন মাসের মধ্যেই প্রকাশ করা হবে। একইসঙ্গে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলও জুনের মধ্যে প্রকাশ করার লক্ষ্য রয়েছে। এছাড়া ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পূর্বঘোষিত ২৭ জুনের পরিবর্তে আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘৪৪তম, ৪৫তম ও ৪৬তম বিসিএস নিয়ে সৃষ্ট জট নিরসনকল্পে বিসিএস প্রার্থীদের উদ্বেগ বিবেচনায় রেখে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যমান জট সমাধানের জন্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা নেওয়ার জন্য অপরিহার্য কিছু বিষয়, যেমন প্রশ্নপত্র ছাপানো, পরীক্ষাকেন্দ্র নির্বাচন ইত্যাদি কার্যক্রম পরিচালনায় কমিশনকে অন্যান্য প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়।’
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের বিভিন্ন সময়ের সিদ্ধান্ত সম্পর্কে অবগত থাকার জন্য পরীক্ষার্থীদের কমিশনেরওয়েবসাইট নিয়মিত পরিদর্শনের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ওয়েবসাইটে প্রকাশিত তথ্যকেই একমাত্র নির্ভরযোগ্য সূত্র হিসেবে গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব