ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
শেয়ারবাজারের আলোচিত ১০ খবর

ডুয়া নিউজ:বিদায়ী সপ্তাহে (০৬-১০ এপ্রিল) শেয়ারবাজারে ১০টি খবর বিনিয়োগকারীদের মধ্যে বেশি আলোচিত হয়েছে। যেগুলো বিভিন্ন গণমাধ্যম গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। খবরগুলো বিনিয়োগকারীদের সুবিধার্থে নিচে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হলো-
শেয়ারবাজারের বিশেষ তহবিলের মেয়াদ বৃদ্ধি
বাংলাদেশ ব্যাংক শেয়ারবাজারের স্থিতিশীলতা ধরে রাখার জন্য বিশেষ তহিলের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। আগে এই তহিলের মেয়াদ ছিল ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।
এই সিদ্ধান্তের প্রজ্ঞাপন (-৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো: জাকির হোসেন চৌধুরী স্বাক্ষরিত হয়েছে এবং এটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) লিখিত অনুরোধের ভিত্তিতে জারি করা হয়েছে।
নেগেটিভ ইক্যুইটি কমাতে মন্ত্রণালয়ের সহযোগিতা
বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মার্জিন ঋণের বিপরীতে অনাদায়ী ক্ষতি বা নেগেটিভ ইক্যুইটি একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ২০২৪ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর মোট নেগেটিভ ইক্যুইটির পরিমাণ ৭ হাজার ৮২৪ কোটি টাকা। ২০১০ সালে শেয়ারবাজারের ধসের পর থেকে এই সমস্যা বৃদ্ধি পেয়েছে এবং এটি দীর্ঘ সময় ধরে একটি বড় বোঝা হয়ে উঠেছে।
এ সমস্যা সমাধানের জন্য বিএসইসি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সহায়তা চাইছে এবং এই বিষয়ে আলোচনা করতে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সদস্যদের একটি সভা আহ্বানের প্রস্তাব করেছে। বিএসইসি সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি চিঠিও পাঠিয়েছে, যাতে ২০১০ সালে সিকিউরিটিজের দরপতন এবং বিভিন্ন অস্বাভাবিক ঘটনার ফলে নেগেটিভ ইক্যুইটি বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে।
শেয়ারবাজার সংস্কার ‘ফোকাস গ্রুপ’ পুনর্গঠন
শেখ হাসিনা সরকারের পতনের পরে গত বছরের আগস্টে শেয়ারবাজার সংস্কারের জন্য একটি অন্তবর্তী সরকার শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্স গঠন করে বিএসইসি। পরবর্তীতে টাস্কফোর্সের কাজের সহযোগিতার জন্য একটি ‘ফোকাস গ্রূপ’ গঠন করা হয়, যাতে ১০ জন সদস্য অন্তর্ভুক্ত ছিলেন।
ফোকাস গ্রুপের দুই সদস্য নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠায় বিএসইসি এই গ্রুপটি পুনর্গঠন করেছে। নতুন ফোকাস গ্রুপে যোগ হয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সহকারী মহাব্যবস্থাপক মো. রবিউল ইসলাম এবং ইডিজিই এএমসি লিমিটেডের চেয়ারম্যান মো. আসিফ খান।
ফোকাস গ্রুপের অন্যান্য সদস্যরা হলেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও ব্যবস্থাপনা পরিচালক: মো. মনিরুজ্জামান, মো. আশেকুর রহমান, মুহাম্মদ মনিরুজ্জামান মিয়া, অ্যান্ড্রু দেশন পুষ্পরাজাহ, এম ইমাম হোসেন, শেখ তারেক জহির, মো. ওয়াদুদ আহমেদ এবং দীপক কুমার রায়।
শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিল গঠন
শেয়ারবাজারে ইসলামী শরিয়া ভিত্তিক সিকিউরিটিজ ব্যবস্থাপনা ও ইসলামী ক্যাপিটাল মার্কেট গঠনের লক্ষ্যে আগের ৯ সদস্যবিশিষ্ট কাউন্সিল বাতিল করে নতুন শরিয়া অ্যাডভাইজারি কাউন্সিল গঠনের ঘোষণা দিয়েছে বিএসইসি।
নতুন কাউন্সিল গঠনের মাধ্যমে ইসলামী সংগত বিভিন্ন ধরনের সিকিউরিটিজ ইস্যু এবং ইসলামী ক্যাপিটাল মার্কেট তৈরি করতে সুবিধা হবে।
বিএসইসির উপদেষ্টা কমিটি বাতিল
দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা ১১ সদস্যের উপদেষ্টা কমিটি বাতিল করেছে বিএসইসি। বিএসইসির ওয়েবসাইট থেকেও কমিটির নাম সরিয়ে দেওয়া হয়েছে।
তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নির্দেশে ২০১১ সালের ২৮ মার্চ এই কমিটি গঠন করা হয়েছিল। অধ্যাপক ড. এম খায়রুল হোসেন এর আহ্বায়ক ছিলেন। পরবর্তীতে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ২০২০ সালের ১৭ মে বিএসইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং পদাধিকারবলে ওই উপদেষ্টা কমিটির আহ্বায়ক হন।
কমিটির কাজ ছিল দেশের শেয়ারবাজারের উন্নয়নের জন্য উপযুক্ত নীতি প্রস্তাব করা এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় পরামর্শ দেওয়া। তবে কোন সময়েই কমিটির কোনো কার্যকর ভূমিকা পরিলক্ষিত হয়নি।
১০ কোম্পানির সার্বিক কার্যক্রম খতিয়ে দেখবে ডিএসই
বিএসইসির অনুমোদনের প্রেক্ষিতে ডিএসই তালিকাভুক্ত ১০টি কোম্পানির প্রকৃত আর্থিক ও উৎপাদন কার্যক্রম জানতে সরেজমিন পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে রয়েছে: অ্যাসোসিয়েটেড অক্সিজেন, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, কৃষিবিদ সিড, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, রিং সাইন টেক্সটাইল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি, গ্লোবাল হেভি কেমিক্যাল, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস ও ফু-ওয়াং সিরামিক লিমিটেড।
কোম্পানিগুলোর আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। কিছু কোম্পানি দীর্ঘদিন ধরে বিভিন্ন সিকিউরিটিজ আইন প্রতিপালন করছে না। কিছু কোম্পানির উৎপাদনও বন্ধ রয়েছে। কোম্পানিগুলোর মধ্যে অ্যাসোসিয়েটেড অক্সিজেন, রিং সাইন টেক্সটাইল এবং গ্লোবাল হেভি কেমিক্যাল সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোন ডিভিডেন্ড দিতে পারেনি।
ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, কৃষিবিদ সিড, নাহি অ্যালুমিনিয়াম, খান ব্রাদার্স, বিচ হ্যাচারি, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস এবং ফু-ওয়াং সিরামিক ডিভিডেন্ড দিলেও তাদের বিরুদ্ধে অনিয়ম ও তথ্য গোপনের অনেক অভিযোগ রয়েছে।
দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করায় আপত্তি আইএমএফের
বাংলাদেশ ব্যাংক ৯০ দিনের জন্য দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে তারল্য সহায়তা দিয়েছে। তবে এসব ব্যাংক এখনও কোনো অর্থ ফেরত দিতে পারেনি। ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধিদল এই সহায়তা পদ্ধতির বিরোধিতা করেছে। অর্থনীতিবিদরা বলছেন, এতে আইএমএফের অর্থ সহায়তায় বড় কোনো বাধা আসবে না।
তবে আইএমএফ ব্যাংকগুলোর পুনর্গঠন পরিকল্পনা জানতে চেয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রয়োজনে এসব ব্যাংক একীভূত বা বন্ধ করে পুনর্গঠন করা হবে।
মাল্টি সিকিউরিটিজের সিইওর দেশত্যাগে নিষেধাজ্ঞা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাল্টি সিকিউরিটিজের সিইও হাসান তাহের ইমাম, তার স্ত্রী সিলমাত চিশতী ও ভাই পিমা ইমামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গত ৮ এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, হাসান তাহের ইমাম বিনিয়োগকারীদের শত কোটি টাকা আত্মসাৎ করে বেনামে অবৈধ সম্পদ গড়েছেন এবং অভিযোগ সংশ্লিষ্টরা বিদেশে পালিয়ে যেতে পারেন—এমন তথ্য রয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়।
দুই ব্রোকারেজ হাউসকে জরিমানা
সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে দুই ব্রোকারেজ হাউজ—শাহজাহান সিকিউরিটিজ লিমিটেড ও ডাইনেস্টি সিকিউরিটিজ লিমিটেডকে ৫ লাখ করে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। গত ৮ এপ্রিল অনুষ্ঠিত ৯৫০তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শাহজাহান সিকিউরিটিজের বিরুদ্ধে সিকিউরিটিজ আইন লঙ্ঘন এবং ডাইনেস্টিকে পূর্বের সিসিএ ঘাটতির জন্য জরিমানা করা হয়।
নিউলাইন ক্লোথিংসের কারখানা বন্ধ
নিউলাইন ক্লোথিংস লিমিটেডের কারখানা বন্ধ অবস্থায় পেয়েছে ডিএসই। গত ৮ এপ্রিল ডিএসইর একটি প্রতিনিধিদল সরেজমিন পরিদর্শনে গিয়ে এ অবস্থার মুখোমুখি হয়। কোম্পানিটির পক্ষ থেকে নিয়মিত তথ্য প্রকাশ না করা এবং স্টক এক্সচেঞ্জের সঙ্গে পর্যাপ্ত যোগাযোগ না থাকার কারণে এ পরিদর্শন করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- শেয়ারবাজারের উত্থান কি টেকসই হবে? বিশ্লেষকরা যা বলছেন
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১২ কোম্পানি
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ২২ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- বিনিয়োগকারীদের আস্থায় বহুজাতিক তিন কোম্পানি
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা