ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
হোটেল-মোটেল বন্ধের শঙ্কা, পর্যটন ব্যবসায় ভোগান্তি
ডুয়া ডেস্ক: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে দেখা দিয়েছে তীব্র খাবার পানির সংকট। পাহাড়ি এই জনপ্রিয় পর্যটন এলাকাটিতে বৃষ্টিপাত না থাকায় শুকিয়ে গেছে ঝিরি ও ঝরনাগুলো—যেগুলো ছিল এখানকার প্রধান পানির উৎস। ফলে হোটেল, মোটেল ও কটেজগুলোর স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা পড়েছেন চরম দুর্ভোগে।
সাজেকের মানুষ মূলত ঝিরি-ঝরনার পানি ব্যবহার করেই দৈনন্দিন চাহিদা পূরণ করে থাকেন। বিকল্প কোনো পানি সরবরাহ ব্যবস্থা না থাকায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। স্থানীয়দের মতে, বছরের পর বছর ধরে পাহাড় কেটে বন ধ্বংস, জুম চাষ ও অপরিকল্পিত হোটেল-কটেজ নির্মাণের ফলে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। এরই পরিণতিতে আজকের এই সংকট।
পরিবেশবিদদের দাবি, অপরিকল্পিত উন্নয়ন ও বন ধ্বংসের কারণে প্রাকৃতিক জলাধার শুকিয়ে যাচ্ছে, যা জীববৈচিত্র্য ও পানির ভারসাম্যের জন্য মারাত্মক হুমকি।
পানি পরিবহনকারী গাড়ির লাইনম্যান বিনিময় চাকমা জানান, বৃষ্টির অভাবে সাজেকের ঝিরি-ঝরনাগুলো পুরোপুরি শুকিয়ে গেছে। এখন দূরবর্তী মাচালং এলাকার কাচালং নদী থেকে ২১ কিলোমিটার দূর থেকে পানি আনতে হচ্ছে। প্রতি দেড় হাজার লিটার পানি আনতে খরচ হচ্ছে প্রায় আড়াই হাজার টাকা, যা দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা সম্ভব নয়। তাঁর আশঙ্কা এই সংকট চলতে থাকলে সাজেক বসবাসের অযোগ্য হয়ে উঠবে।
এদিকে কাচালং সরকারি কলেজের শিক্ষক ও পরিবেশকর্মী আবুল ফজল বলেন, “জুম চাষের নামে প্রতিদিন পাহাড় কেটে বন ধ্বংস করা হচ্ছে, আগুন লাগানো হচ্ছে। এতে প্রাকৃতিক জলাধার নষ্ট হচ্ছে, যা ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি।” তিনি দ্রুত সরকারি হস্তক্ষেপ দাবি করেছেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার জানান, সাজেকে পানি সংকটের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিদের বিকল্প পানির উৎস খুঁজতে বলা হয়েছে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জরুরি পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
পরিস্থিতির উন্নতি না হলে শুধু সাজেকের পর্যটনশিল্পই নয়, পুরো এলাকার পরিবেশও বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে