ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২
দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করতে নারাজ আইএমএফ

ডুয়া নিউজ: বাংলাদেশের দুর্বল ব্যাংকগুলোকে বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে তারল্য সহায়তা প্রদান করেছিল। এই সহায়তার মেয়াদ ৯০ দিন। কিন্তু এসব ব্যাংক এখনও এক টাকাও শোধ করতে পারেনি। ঢাকায় সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রতিনিধিদল কিছু দুর্বল ব্যাংকের জন্য এই তারল্য সহায়তার ওপর আপত্তি জানিয়েছে।
তবে অর্থনীতিবিদরা বলছেন, এই পদ্ধতিতে সহায়তা প্রদানের ফলে আইএমএফ থেকে অর্থ গ্রহণে কোন সমস্যা হবে না। তারা জানান, অনেক শর্ত আগেই পূরণ হয়েছে এবং কিছু শর্তের ওপর হয়তো আপত্তি থাকলেও ব্যাঙ্কগুলোকে অর্থ সহায়তা পেতে কোন বাধা আসবে না।
আইএমএফ শুরু থেকেই দুর্বল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখার কৌশল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোর অবস্থান উন্নত করার পদক্ষেপ সম্পর্কেও জানতে চেয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কয়েকটি ব্যাংকে সরাসরি টাকা সহায়তা দেওয়ার কথা এবং যদি অবস্থার উন্নতি না ঘটে, তাহলে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করার পদক্ষেপ নেওয়া হবে। যদি তা দিয়েও পরিস্থিতির উন্নতি না ঘটে, তবে ওই ব্যাংকগুলো ধাপে ধাপে বন্ধ হবে।
এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন উল্লেখ করেন, বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোর জন্য প্রমিসরি নোটের মাধ্যমে অর্থ সহায়তা দিয়েছে, যা একটি চিঠির মাধ্যমে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি। আইএমএফ এই পদ্ধতিকে গ্রহণযোগ্য বলে মনে করছে না এবং এটি একটি টেকনিক্যাল মিশন, যার ফলাফল নিয়ে ভবিষ্যতে আলোচনা হতে পারে। তিনি মনে করেন, এটি অর্থ সহায়তার প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে আটকে দেবে না।
বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বৈঠক সূত্রে জানা যায়, কিছু দুর্বল ব্যাংক গ্রাহকদের টাকা ফেরতের নামে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করেছে এবং তাদের অনেকে তারল্য সহায়তার টাকা নিজেদের বেতন-ভাতার জন্য ব্যয় করেছে। এই বিষয়গুলি কেন্দ্রীয় ব্যাংকের জন্য বিব্রতকর অবস্থার সৃষ্টি করেছে। তবে আইএমএফকে এখনও এসব সম্পর্কে জানানো হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার