ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
৪৬ বিসিএসে অংশগ্রহণকারী ৪৪’র ভাইভা প্রার্থীদের পরীক্ষা স্থগিত

ডুয়া ডেস্ক: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যারা ৪৪তম বিসিএসের ভাইভা পরীক্ষার জন্য অপেক্ষমাণ, তাদের ভাইভা আপাতত স্থগিত থাকবে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম। তিনি জানান, “৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়সমূহের লিখিত পরীক্ষা চলাকালে যেসব প্রার্থী ৪৪তম বিসিএসের ভাইভা পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে তাদের ভাইভা সাময়িকভাবে স্থগিত রাখা হবে। পরে উপযুক্ত সময়ে ওই পরীক্ষা নেওয়া হবে।”
এর আগে বুধবার পিএসসি এক বিজ্ঞপ্তিতে জানায়—৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত প্রার্থীদের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। তবে বর্তমানে ৪৪, ৪৫, ৪৬ ও ৪৭তম বিসিএস এবং নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়াসহ একাধিক বিষয়ে জটিলতা নিরসনের লক্ষ্যে কমিশনকে সমন্বিত পরিকল্পনা নিতে হচ্ছে। এই পরিকল্পনায় প্রার্থীদের দীর্ঘদিনের অপেক্ষা ও প্রস্তুতির বিষয়টি অগ্রাধিকার পেয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বড় পরিসরে বিসিএসসহ অন্যান্য পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে প্রশ্নপত্র ও উত্তরপত্র ছাপানো, পরীক্ষাকেন্দ্র নির্ধারণ ইত্যাদি কাজ বিপিএসসির জন্য একটি বড় চ্যালেঞ্জ। যেহেতু কমিশনের নিজস্ব অবকাঠামো নেই, তাই এসব কাজ বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতায় পরিচালনা করা হয়। এ কারণে কেন্দ্র নির্ধারণে অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষা যেমন এসএসসি ও এইচএসসির সময়সূচিও বিবেচনায় নিতে হয়।
সবকিছু পর্যালোচনা করে কমিশন মনে করছে, আগামী ৮ মে ২০২৫ থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা পরিবর্তন করা বাস্তবসম্মত নয়।
এছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়—যদি কোনো প্রার্থীর ভাইভা ও লিখিত পরীক্ষা একই তারিখে পড়ে তাহলে তিনি বিপিএসসিকে অবহিত করলে তার ভাইভা পরীক্ষার জন্য বিকল্প তারিখ নির্ধারণ করে দেওয়া হবে।
এদিকে পিএসসি সতর্ক করে জানায়—গত ৮ এপ্রিল যেসব প্রার্থী পরীক্ষা পেছানোর দাবিতে কমিশনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় (KPI) অনাকাঙ্ক্ষিতভাবে প্রবেশের চেষ্টা করেছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, ৪৪তম বিসিএসের ভাইভা শেষ করে তারপর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার আন্দোলনরত একদল প্রার্থী পিএসসি কার্যালয়ে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করেন। পরে বিকেল ৫টা ৪০ মিনিটে সেনাবাহিনীর মধ্যস্থতায় তারা কার্যালয় ত্যাগ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ২৭ জুলাই : শেয়ারবাজারের সেরা ১১ খবর
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১২ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান